বঙ্গবন্ধুর উজ্জ্বল উত্তরাধিকার

আগের সংবাদ

বেপরোয়া চোরাচালান চক্র : স্থল, নৌ ও আকাশপথে আসছে হরেক চোরাই পণ্য, বাংলাদেশ থেকে অনেক পণ্য পাচারও হচ্ছে

পরের সংবাদ

একটু হাসো

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

গাড়ির চাকা পাংচার হয়েছে। জিকু রেগেমেগে গেছেন চালকের কাছে-
জিকু : গাড়ির চাকা এমন পাংচার হলো কী করে?
চালক : একটা কাচের বোতল চাকার নিচে পড়ে ভেঙে গিয়েছিল স্যার।
জিকু : গাড়ি চালানোর সময় তোমার চোখ থাকে কোথায়, শুনি? একটা আস্ত বোতল চাকার নিচে এলো আর তুমি কিছুই টের পেলে না।
চালক : স্যার, চাকার নিচে একটা লোক এসে পড়েছিল। আর বোতলটা ছিল ওই লোকের পকেটে। তাই বোতলটি দেখতে পাইনি, স্যার।

২.
লালু : আচ্ছা, তুই এত জোরে মোটরসাইকেল চালাচ্ছিস কেন? একটু ধীরে যা না!
জিতু : জোরে যাচ্ছি কী এমনি এমনি! অফিসের একটি চিঠি জরুরি পৌঁছে দিতে হবে।
লালু : কোথায় পৌঁছাতে হবে সেই চিঠি?
জিতু : আরে বোকা, ঠিকানা পড়ার সময় পেলাম কই। আমার
রাজ্যের তাড়া।

লালু : ও, ঠিক আছে। জোরে চালা তাহলে।

৩.
বাবা ও ছেলের মধ্যে কথা হচ্ছে-
ছেলে : বাবা, আমরা খুব শিগগির বড়লোক হয়ে যাব মনে হচ্ছে।
বাবা : কীভাবে?
ছেলে : আজ স্কুলে অঙ্ক শিক্ষক শিখিয়েছেন, কীভাবে পয়সা থেকে টাকা বানাতে হয়। আমাদের পয়সাগুলো দাও তো দেখি টাকা হয় কি না!
৪.
জিতু প্রতিদিন সকালে কোট-টাই পরে বাসার কাছেই একটি গাছের মগডালে উঠে বসে থাকে। প্রতিদিন তার গাছে ওঠা দেখে বন্ধু জিজ্ঞাসা করল, ‘কিরে, তুই প্রতিদিন সকালে এত সুন্দর কাপড় পরে গাছের মগডালে উঠে বসে থাকিস কেন? তোর কি কোনো কাজ নেই?’
জিতু বলল, ‘তোর মাথায় বুদ্ধি থাকলে এ প্রশ্ন করতি না। আমার প্রমোশন হয়েছে। এখন আমি ব্রাঞ্চ ম্যানেজার। তাই তো গাছের ডালে-ডালে ঘুরে বেড়াই!’

সংগ্রহ : শাহীদ হাসান

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়