কামরাঙ্গীরচরে কিশোর খুন আটক ৬

আগের সংবাদ

ঝরে পড়া শিক্ষার্থীদের ফেরানোর উপায় কী > স্কুল খুললে উপস্থিতি-অনুপস্থিতি দেখে ব্যবস্থা : পরিচালক (মাধ্যমিক)

পরের সংবাদ

শরতের ক্ষণে

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

শরতের এই ক্ষণে সাদা সাদা মেঘ;
বাড়ায় এ হৃদয়ের উষ্ণ আবেগ।
দুখুদের খুকুদের মনে লাগে দোল;
বোয়াল মাগুর মাছ করে শোরগোল।

দূরাকাশে উড়ে যায় পাখিদের দল;
অধরা বিলের জল করে টলমল।
শাপলা শালুক ছিঁড়ে মজা করি বেশ;
মায়ার সবুজে ঘেরা সোনার স্বদেশ।

চুপচাপ বসে থাকে মাছরাঙা বক;
ডানকানা পুঁটিমাছ ধরবার শখ।
বুনো হাঁস উড়ে এসে জলে দেয় ডুব;
এই রূপ দেখবার মজা লাগে খুব।

নিয়মের বেড়াজাল ভেঙে হই বের;
শরৎ আবার আসুক এই ক্ষণে ফের।
আরো হইচই করি নাচি ঘুরি ফিরি;
হৃদয়ে তৈরি হোক স্বপনের সিঁড়ি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়