মানুষের কল্যাণ করার জন্যই আল্লাহ বাঁচিয়ে রেখেছেন : সাক্ষাৎকারে শেখ হাসিনা

আগের সংবাদ

প্রশাসনের উচ্চপর্যায়ে বিভাজন! মাঠ প্রশাসনকে কেন্দ্রের বিশেষ নির্দেশনা : জানালেন মন্ত্রিপরিষদ সচিব

পরের সংবাদ

বিডি অটোকার্সের মুনাফা কমেছে

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি অটোকার্সের চলতি অর্থবছরের ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা ৬১ শতাংশ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৩১ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.৭৯ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.৪৮ টাকা বা ৬১ শতাংশ কমেছে। এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে তিন মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.০৬ টাকা।
যার পরিমাণ আগের অর্থবছর একই সময়ে হয়েছিল ০.০৫ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.০১ টাকা বা ২০ শতাংশ বেড়েছে। ২০২১ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ৬.৮০ টাকায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়