মির্জা ফখরুল : জিয়ার বিরুদ্ধে মিথ্যাচার মানুষ বিশ্বাস করে না

আগের সংবাদ

বিলুপ্তির পথে সোনাগাজীর ঐতিহ্য ‘পানের বরজ’

পরের সংবাদ

এক্সিম ব্যাংক : ডিএনসিসি করোনা হাসপাতালে ক্যানোলা মেশিন প্রদান

প্রকাশিত: আগস্ট ২০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীনে পরিচালিত ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে ২০টি হাইফ্লো নেজাল ক্যানোলা প্রদান করেছে এক্সিম ব্যাংক।
গত ১৮ আগস্ট ঢাকা উত্তর সিটি করপোরেশন কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের নিকট ক্যানোলা মেশিনগুলো হস্তান্তর করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।
এ সময় আরো উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ফিরোজ হোসেনসহ ঢাকা উত্তর সিটি করপোরেশন, ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল এবং এক্সিম ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী।
উল্লেখ্য, হাসপাতালে ভর্তি করোনা রোগীর শ্বাসকষ্টজনিত কারণে অক্সিজেন প্রদানের জন্য হাইফ্লো নেজাল ক্যানোলা অত্যন্ত কার্যকর। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়