×

জাতীয়

যুদ্ধ এখনো শেষ হয়নি: শহীদি মার্চে নেতারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৫ পিএম

যুদ্ধ এখনো শেষ হয়নি: শহীদি মার্চে নেতারা

ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ১ মাস পূর্ণ হওয়ায় শহীদদের স্মরণে ‘শহীদি মার্চ’ উপলক্ষে ঢাকা কলেজে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই সমাবেশে বক্তব্য দেন এবং যুদ্ধ এখনো শেষ হয়নি বলে উল্লেখ করেন। তারা একটি বৈষম্যহীন, সন্ত্রাসমুক্ত ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের মাঠে থাকার আহ্বান জানান।

সমাবেশের পর 'শহীদি মার্চ' নামে একটি মিছিল ঢাকা কলেজ থেকে শুরু করে সায়েন্স ল্যাব মোড় ঘুরে আবার ঢাকা কলেজে ফিরে আসে। মিছিলে বিভিন্ন স্লোগান দেয়া হয়, যেমন ‘শহীদের রক্ত বৃথা যেতে দেব না’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘আইয়ুব-মুজিব-হাসিনা স্বৈরাচার মানি না’ ইত্যাদি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল হাসান সমাবেশে বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ তৈরি করতে চাই, যেখানে আর কোনো শেখ হাসিনা, দৈত্য-দানব তৈরি হবে না। বৈষম্যহীন, সন্ত্রাসমুক্ত একটি দেশ গড়তে চাই, যেখানে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই থাকবে না।’ 

তিনি বলেন, আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে এবং শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক মো. রাকিব বলেন, ‘যুদ্ধ এখনো শেষ হয়নি। এই রাষ্ট্রের কাঠামো সংস্কার করতে হলে শিক্ষার্থীদের মাঠে থাকতে হবে। ছাত্রলীগ ছদ্মবেশে নানা পরিচয়ে মাঠে নেমে প্রতিবিপ্লব ঘটানোর চেষ্টা করছে।’

আরো পড়ুন: ছাত্র-জনতার ‘শহীদি মার্চ’ শুরু

সমাবেশের সঞ্চালনা করেন মইনুল ইসলাম। ধর্মনিরপেক্ষতাকে পুনর্মূল্যায়নের দাবি জানিয়ে তিনি বলেন, ‘আমরা রবীন্দ্রনাথের সাহিত্য-সংস্কৃতির বিরোধী নই, কিন্তু বাংলাদেশে রবীন্দ্রনাথকে নিয়ে যে রাজনীতি চলে, তা পুরোপুরি ভারতকে সমর্থন করে। আমরা এই রাজনীতির বিরোধিতা করব।’

এ সময় আরো বক্তব্য রাখেন ঢাকা কলেজের সমন্বয়ক গাজী হোসাইন মাহমুদ, সহসমন্বয়ক নাহিয়ান রেহমান এবং মো. সৈকত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন ড. ইউনূস

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন ড. ইউনূস

বিচ্ছেদের জল্পনার মধ্যেই নতুন পদক্ষেপ অভিষেকের!

বিচ্ছেদের জল্পনার মধ্যেই নতুন পদক্ষেপ অভিষেকের!

চাঁদা না দেয়ায় বৃদ্ধ ব্যবসায়ীর পা ভেঙে হাসপাতালে পাঠালেন বিএনপি নেতা

চাঁদা না দেয়ায় বৃদ্ধ ব্যবসায়ীর পা ভেঙে হাসপাতালে পাঠালেন বিএনপি নেতা

সাংবাদিক দেওয়ান হাবিব আর নেই

সাংবাদিক দেওয়ান হাবিব আর নেই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত
নির্বাহী সম্পাদক: এ কে সরকার

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App