×

জাতীয়

দেড় দশক পর পদোন্নতি পেলেন বিএসএমএমইউয়ের ১৭৩ চিকিৎসক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ১২:০৭ পিএম

দেড় দশক পর পদোন্নতি পেলেন বিএসএমএমইউয়ের ১৭৩ চিকিৎসক

পদন্নতি পেলেন বিএসএমএমইউয়ের ১৭৩ চিকিৎসক। ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এক দিনে ১৭৩ জন চিকিৎসককে পদোন্নতি দিয়েছে কর্তৃপক্ষ। পদোন্নতি পাওয়া চিকিৎসকেরা মূলত বিএনপি ও জামায়াতে ইসলামীর রাজনীতির সমর্থক হিসেবে পরিচিত। প্রায় দেড় দশক তাদের পদোন্নতি আটকে ছিল।

আওয়ামী লীগ সরকারের পতনের ৩ দিন পর ৮ আগস্ট এই পদোন্নতি দেয়া হয়। এতে সই করেছেন বিএসএমএমইউর রেজিস্টার অধ্যাপক এ বি এম আবদুল হান্নান। চাপে পড়ে পদোন্নতি দেয়া হয়েছে কি না, এমন প্রশ্নে রেজিস্টার বলেন, ‘আপনি তো পরিস্থিতি বুঝতে পারছেন। এ ছাড়া এতে উপাচার্য, সহ-উপাচার্যের সম্মতি আছে।’

পদোন্নতির এই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে বিএসএমএমইউর আওয়ামী লীগপন্থী একজন সহযোগী অধ্যাপক বলেন, কোনো সাক্ষাৎকার এবং সিন্ডিকেটের অনুমোদন ছাড়া এই পদোন্নতি কী ভাবে সম্ভব? অবশ্য নিজের নাম প্রকাশ করতে চাননি এই চিকিৎসক। 

নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়টির বিএনপিপন্থী সাবেক এক অধ্যাপক বলেন, নিয়মনীতি লঙ্ঘন করে এই পদোন্নতি দেয়া হয়েছে, প্রক্রিয়াটি মোটেই সঠিক হয়নি। এটা নিয়ে আবার প্রশ্ন উঠবে। এই পদোন্নতিতে বঞ্চনা দূর হবে না বরং বাড়বে।

আরো পড়ুন: বিটিএমএ নতুন সভাপতি শওকত আজিজ রাসেল

উপাচার্য অধ্যাপক দীন মোহাম্মদ নূরুল হক গণমাধ্যমকে বলেন, বিশ্ববিদ্যালয়ে বা যেকোনো চিকিৎসা প্রতিষ্ঠানে দলীয় রাজনীতি থাকা উচিত নয়। রাজনীতির কারণে এই বঞ্চনা; এটি কাঙ্ক্ষিত নয়। সিন্ডিকেট অনুমোদন দিলে আশা করা যায় সমস্যার সমাধান হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আদালতে আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী, ৪ মোবাইল ফোন চুরি

আদালতে আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী, ৪ মোবাইল ফোন চুরি

হত্যাচেষ্টা মামলায় আসামি ৪৯৯, শেখ হাসিনা-কামাল-কাদের নির্দেশদাতা

হত্যাচেষ্টা মামলায় আসামি ৪৯৯, শেখ হাসিনা-কামাল-কাদের নির্দেশদাতা

সমাবেশে ককটেল বিস্ফোরণ, মামলায় আসামি আ.লীগ নেতাসহ ১৩৬

সমাবেশে ককটেল বিস্ফোরণ, মামলায় আসামি আ.লীগ নেতাসহ ১৩৬

পুলিশের উপপরিদর্শকের ছেলেকে গুলি করে হত্যা: এসআই শাহাদাৎ রিমান্ডে

পুলিশের উপপরিদর্শকের ছেলেকে গুলি করে হত্যা: এসআই শাহাদাৎ রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App