×

জাতীয়

প্রত্যয় স্কিম

দ্বিতীয় দিনের মতো চলছে সর্বাত্মক কর্মবিরতি

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ০৪:২৯ পিএম

দ্বিতীয় দিনের মতো চলছে সর্বাত্মক কর্মবিরতি

ঢাবিতে চলছে দ্বিতীয় দিনের সর্বাত্মক কর্মবিরতি।

সার্বজনীন পেনশন স্কিমের 'প্রত্যয় স্কিম’ প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এর আয়োজনে দ্বিতীয় দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চলছে সর্বাত্মক কর্মবিরতি। 

মঙ্গলবার (২ জুলাই) দুপুর ১২টা থেকে প্রায় ২টা পর্যন্ত কলাভবনের প্রধান ফটকের ভেতরে সর্বাত্মক কর্মবিরতির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালন করে ঢাবি শিক্ষক সমিতি। এদিকে প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে সব ধরনের সেবা দেয়া থেকে বিরত থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। 

অবস্থান কর্মসূচিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাবি শিক্ষক সমিতির সভাপতি ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রী যখন সর্বজনীন পেনশন স্কিমের প্রণয়ন করেছেন আমরা তখন স্বাগত জানিয়েছি। কিন্তু আমরা বৈষম্যের প্রত্যয় স্কিমের বিরোধিতা করছি। সোমবার থেকে প্রেস রিলিজ ও বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলছে পেনশন কর্তৃপক্ষ। এই সুযোগ সুবিধা এতদিন কোথায় ছিল? তিন মাস আগে যদি বলা হত চাকরির বয়সসীমা ৬৫ বছর, তাহলে তো এত আন্দোলন হতো না। এখন আন্দোলন স্তিমিত করার জন্য নানা সুযোগ সুবিধার কথা বলছে।

আরো পড়ুন : কোটা বাতিলের প্রজ্ঞাপন পুনর্বহালের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

ক্লাস পরীক্ষা না হওয়ার কারণে শিক্ষার্থীদের ক্ষতির বিষয়ে নিজামুল হক ভূঁইয়া বলেন, এটা সবার জন্য দুঃখজনক ঘটনা। শিক্ষার্থীদের ক্লাসে না নিয়ে আমরা আন্দোলন করছি। আমরা আশা করবো আমাদের দাবি যখন পূরণ হয়ে যাবে যে সেশনজট বা যে পরিমাণ ক্ষতি হবে সেটা আমরা স্পেশাল ক্লাসের ও স্পেশাল পরীক্ষা নিয়ে সেটা আমরা পূরণ করে দিতে পারবো। 

এদিকে মঙ্গলবার সকাল নয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা প্রশাসনিক ভবনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশ থেকে কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক ও ঢাবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মোতালেব দাবি মানা হলেই কর্মবিরতি বন্ধ করে এখনই কাজে যোগদানের কথা ঘোষণা দেন। 

এদিকে প্রশাসনিক ভবন বন্ধ থাকায় জরুরি সার্টিফিকেট, মার্কশিট উত্তোলনসহ জরুরি কাজগুলো করতে পারছেন না বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ উপাদানকল্প ও সাত কলেজের শিক্ষার্থীরা।

মেহেদী হাসান নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, ফলাফল পুনর্মূল্যায়নের জন্য এসেছি। আমাদের ফরম ফিলআপের ডেট শেষ হয়ে যাচ্ছে। কিন্ত এসে দেখি সব রুমে তালা মারা। কী যে পরিস্থিতি। বৃষ্টির মধ্যে মিরপুর ১৪ থেকে এসেছি। কবে যে করতে পারব তারও কোনো ঠিক নেই। তানভীর নামে আরেক সেবাপ্রার্থী বলেন, আজকেসহ তিনদিন এসে দ্বারে দ্বারে ঘুরছি, তবুও সনদ তুলতে পারিনি। আমার ৪ জুলাই ভাইভা রয়েছে চাকরির, আমার সনদ খুবই প্রয়োজন। খুব বিপদে আছি।

উল্লেখ্য গত কয়েক মাসে ধারাবাহিকভাবে নানা কর্মসূচিতে দাবি আদায় না হওয়ায়, রবিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের মূল ফটকে এক সংবাদ সম্মেলনে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। সেখানে সোমবার থেকে সর্বাত্মক কর্মবিরতি আন্দোলনের ঘোষণা দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া। একই সময়ে প্রত্যয় স্কিম সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার না করা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল কারিগরি সেবা বন্ধ থাকবে ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাপানের শীর্ষ ১৬০০ কোম্পানিতে নারী সিইও মাত্র ১৩ জন

জাপানের শীর্ষ ১৬০০ কোম্পানিতে নারী সিইও মাত্র ১৩ জন

চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে ম্যানসিটি-ইন্টার মিলান-পিএসজি

চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে ম্যানসিটি-ইন্টার মিলান-পিএসজি

মব জাস্টিস কী, কেন ঘটে, বন্ধের উপায় কী?

মব জাস্টিস কী, কেন ঘটে, বন্ধের উপায় কী?

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা, গর্ভপাতে দাবি করেন ৭৫ লাখ টাকা

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা, গর্ভপাতে দাবি করেন ৭৫ লাখ টাকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App