×

শিক্ষা

কোটা বাতিলের প্রজ্ঞাপন পুনর্বহালের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ০৫:৩৮ পিএম

কোটা বাতিলের প্রজ্ঞাপন পুনর্বহালের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

বাতিলের প্রজ্ঞাপনকে পুনর্বহালের দাবিতে ফের বিক্ষোভ। ছবি : ভোরের কাগজ

২০১৮ সালে কোটা বাতিলের প্রজ্ঞাপনকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে পুনর্বহালের দাবিতে ফের বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা।  সোমবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি কলাভবন, শ্যাডো, বিজনেস স্টাডিজ অনুষদ, বিভিন্ন হল ঘুরে ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ‘কোটা না মেধা-মেধা মেধা’, আপস না সংগ্রাম-সংগ্রাম সংগ্রাম’, ‘আঠারোর পরিপত্র-পুনর্বহাল করতে হবে’, ‘কোটাপ্রথা নিপাত যাক-মেধাবীরা মুক্তি পাক’, ‘সারা বাংলায় খবর দে-কোটাপ্রথার কবর দে’, ‘আমার সোনার বাংলায়-বৈষম্যের ঠাই নাই’- প্রভৃতি স্লোগান দিতে থাকেন।

সমাবেশে বক্তব্য প্রদানকালে অমর একুশে হলের শিক্ষার্থী সারজিস আলম বলেন, বর্তমানে শুধু প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোটার পাশাপাশি তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরিতেও গলাকাটা পোষ্য কোটা দেয়া হয়েছে। এই পৌষ্য কোটার ফলে কর্মচারী শ্রেণিকে সুবিধা দেয়া হচ্ছে। একটি পরিবারের একজন যেখানে চাকরিতে রয়েছে সেখানে অন্যদেরও সেই সুবিধা দেয়া হয়েছে। অথচ আমার আপনার বাবা-মা যারা শ্রমজীবী, কৃষক, কর্মজীবী খেটে খাওয়া মানুষ তাদের এই সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। এই বঙ্গবন্ধুর বাংলায়, স্বাধীন এই বাংলায় কোটা বৈষম্যের কোনো স্থান নাই।

আরো পড়ুন : প্রত্যয় স্কিম: সর্বাত্মক কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা

এসময় দাবি আদায়ে লাগাতার তিন দিনের কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারীদের সমন্বয়কারী সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদ হাসান। তিনি বলেন, আমরা সবার উদ্দেশে বলতে চাই, ২০১৮ সালের পরিপত্র বহালের জন্য প্রয়োজনে আবারো আন্দোলনে নামবো আমরা। দেশের সব কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একযোগে আন্দোলন করার আহ্বান জানাচ্ছি।

তিনি আরো বলেন, আগামী ২ থেকে ৪ জুলাই আমাদের কর্মসূচি থাকবে। আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে আমাদের গণপদযাত্রা শুরু হবে। আমরা রাজু ভাস্কর্যের সামনে কিছুক্ষণ অবস্থান করবো। তারপর একটি নির্দিষ্ট রুটে পদযাত্রা করবো।

সমাবেশে সংহতি জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেরুন্নেসা হিমু বলেন, ‌আমরা যখন কোটার বিরুদ্ধে আন্দোলন করছি তখন আমাদের বলা হয়, আমরা পিছিয়ে পড়াদের অধিকার বিনষ্ট করছি। পিছিয়ে পড়া মানুষ কাদের বলে? বাংলাদেশের লাখ লাখ মানুষ, লাখ লাখ পরিবার আছে যারা মাত্র ২০ হাজার টাকা আয়ের ওপরে পুরো পরিবার চালায়। আর মুক্তিযোদ্ধা পরিবারগুলো শুধুমাত্র সম্মানি ভাতাই ২০ হাজার টাকা পায়। আর তাদের পরিবারে যারা উপার্জন করতে সক্ষম তাদের কথাগুলো আমরা বাদই রাখছি। সেই পরিবারগুলোকে আমরা কীভাবে পিছিয়ে পড়া বলতে পারি?

এসময় সমাবেশ থেকে শিক্ষার্থীরা চারটি দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো-

১. ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা।

২. ২০১৮ সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে (সকল গ্রেডে) অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেয়া এবং সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কথা বিবেচনা করা।

৩. সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দেয়া।

৪. দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেয়া। 

দাবি উত্থাপনের পর শিক্ষার্থীরা পুনরায় মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমানের কাছে যান। এসময় তারা প্রক্টরের কাছে সারাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি খোলা রাখা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হল, ক্যান্টিন খোলা রাখাসহ সব শিক্ষার্থী সুবিধা নিশ্চিত করার দাবি জানান। পরে শিক্ষার্থীরা মঙ্গলবার (২ জুলাই) দুপুর আড়াইটায় গণ-পদযাত্রা কর্মসূচির ঘোষণা দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতীয় আগ্রাসনে নামের মিল থাকায় ১৭ বছর ধরে জেলে বাদল ফরাজী

ভারতীয় আগ্রাসনে নামের মিল থাকায় ১৭ বছর ধরে জেলে বাদল ফরাজী

যোগদান করলেন জাতীয় সংসদের নতুন সচিব আনোয়ার উল্যাহ

যোগদান করলেন জাতীয় সংসদের নতুন সচিব আনোয়ার উল্যাহ

সবাই কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস ও ভালোবাসা অর্জন করি

তারেক রহমান সবাই কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস ও ভালোবাসা অর্জন করি

উপদেষ্টা ফাওজুল কবিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ, যে আলাপ হলো

উপদেষ্টা ফাওজুল কবিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ, যে আলাপ হলো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App