×

আন্তর্জাতিক

ভূমিকম্পে কেপে উঠল জম্মু ও কাশ্মীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ১০:৩৭ এএম

ভূমিকম্পে কেপে উঠল জম্মু ও কাশ্মীর

ছবি: সংগৃহীত

ভারতের জম্মু ও কাশ্মীরে ৭ মিনিটের ব্যবধানে আঘাত হেনেছে ভূমিকম্প । ২০ আগস্ট (মঙ্গলবার) সকালে কাশ্মীরের বারামুলাসহ আশপাশের জেলাগুলিতেও কম্পন অনুভূত হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে অন্তত ২ বার কম্পন অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি থেকে জানানো হয়েছে রিখটার স্কেলে প্রথম কম্পনের তীব্রতা ছিল ৪.৯। দ্বিতীয় কম্পনের তীব্রতা ৪.৮। সকাল ৬টা ৪৫মিনিট নাগাদ প্রথম কম্পন টের পান উপত্যকার লোকজন। এর পর ৬টা ৫২মিনিটে দ্বিতীয় কম্পন অনুভূত হয়। প্রথম কম্পনটি ছিল ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে, দ্বিতীয় ছিল ১০ কিলোমিটার গভীরে। খবর সংবাদ সংস্থা এএনআইয়ের।

প্রতিবেদনটিতে বলা হয়, সকাল সকালে জোড়া ভূমিকম্পের আঘাতে আতঙ্কিত হয়ে পড়ে উপত্যকার লোকজন। অনেকেই ভয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন। কম্পন টের পাওয়া গেছে পুঞ্চসহ আশপাশের একাধিক এলাকায়। কম্পনের ফলে এময় বাড়িগুলিতে সিলিং ফ্যান দুলতে শুরু করে । একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বারামুলা, পুঞ্চ ও শ্রীনগরের কিছু কিছু জায়গায় বাড়ির কাচ ইতোমধ্যে ভেঙে গেছে। যদিও ভূমিকম্পের কারণে বড়সড় কোনো অঘটনের খবর এখনো পাওয়া যায়নি। পাকিস্তানের বেশ কিছু এলাকাতেও এসময় কম্পন অনুভূত হয়।

উল্লেখ্য, গত ১৮ অগস্টেও জম্মু ও কাশ্মীরে একবার ভূমিকম্প হয়। রাত ৩টার দিকে কম্পন অনুভূত হয় মুজাফ্‌ফরাবাদে। তখন এর তীব্রতা ছিল ৪.২। একই রাতে শ্রীনগর থেকে পাকিস্তানের ইসলামাবাদসহ বিস্তীর্ণ এলাকায় কম্পন টের পাওয়া গেছে।

আরো পড়ুন: ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ

ভূমিকম্পের ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই ফের জোড়া ভূমিকম্প দেখল কাশ্মীর উপত্যকাবাসী। এসময় সাধারণ মানুষ অনেকেই আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসেন। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো খবর পাওয়া যায় নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভোলায় আরো সাড়ে ৬ লাখ কোটি টাকার গ্যাসের সন্ধান

ভোলায় আরো সাড়ে ৬ লাখ কোটি টাকার গ্যাসের সন্ধান

‘এটাই বাংলাদেশের সেরা টেস্ট দল’

‘এটাই বাংলাদেশের সেরা টেস্ট দল’

টিভিতে আজ যা দেখবেন

টিভিতে আজ যা দেখবেন

ধরা ছোঁয়ার বাইরে বিদ্যুত খাতের মাফিয়া আজিজ খান

ধরা ছোঁয়ার বাইরে বিদ্যুত খাতের মাফিয়া আজিজ খান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App