প্রচারণায় পরিবর্তন আনতে পারেন বাইডেন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ০৪:২১ পিএম
প্রচারণায় পরিবর্তন আনতে পারেন বাইডেন। ছবি: সংগৃহীত
মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টার পর যুক্তরাষ্ট্রের রাজনীতিতে লেগেছে নতুন হাওয়া। ধারণা করা হচ্ছে প্রেসিডেন্ট বাইডেন তার নির্বাচনী প্রচারাভিযানে পরিবর্তন আনতে পারেন।
ইতোমধ্যে তিনি প্রাক নির্বাচনী কৌশলে কিভাবে পরিবর্তন আনবেন সে বিষয়ে দলীয়ভাবে আলোচনা করেছেন। খবর সিএনএনের।
প্রতিবেদনটিতে বলা হয়, কিছুদিন ধরে চলমান রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে মেসেজিং মোকাবেলায় তাদের পরিকল্পনা কীভাবে সাজানো হবে তা নির্ধারণের সিদ্ধান্ত হয়। বাইডেনের প্রচারণায় ডেমোক্র্যাটিক শিবিরে রবিবার একটি ঝাঁকুনি লেগেছে।
ডেমোক্রেটিক পার্টির একজন সিনিয়র উপদেষ্টা বলেছে, ‘কিভাবে ট্রাম্পের বিরুদ্ধে আরো সুপরিকল্পিতভাবে প্রচারণা চালানো যায়। আমরা গত এক সপ্তাহে এটিই ঠিক করেছি।’
তিনি আরো বলেন, আমরা ব্যক্তিগত আক্রমণের পরিবর্তে মনোযোগ দিচ্ছি বস্তুনিষ্ঠ সমালোচনার দিকে।
আরো পড়ুন: ট্রাম্পের ওপর হামলাকারী কে এই টমাস ম্যাথিউ
উল্লেখ্য, ১৩ জুলাই ট্রাম্প নেপসেলভানিয়ায় নির্বাচনী প্রচারের সময় হত্যাচেষ্টার হাতথেকে বেঁচে যান। তবে তিনি এ ঘটনায় আহত হন। তার ডান কানে বুলেটবিদ্ধ হয়।
গুলিতে একজন নিহত এবং আহত হন ২ জন। এসময় সিক্রেট সার্ভিসের অফিসারদের গুলিতে নিহত হন হামলাকারী। এ ঘটনায় তদন্ত করছে এফবিআই।