‘তুফান’ নিয়ে যা বললেন পরিচালক রায়হান রাফি
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুন ২০২৪, ০২:০৫ পিএম
ছবি : সংগৃহীত
ঈদে দেশের প্রেক্ষাগৃহ কাঁপাচ্ছে বর্তমান সময় আলোচিত নায়ক শাকিব খানের সিনেমা 'তুফান'। বিশেষ করে সাকিবের এই ছবির সব ডায়লগ দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। সে তুফান নিয়েই এবার বড় চমক ফাঁস করেছেন সিনেমাটির পরিচালক রায়হান রাফি।
এক সংবাদমাধ্যমে রাফি বলেছেন, একটি সিনেমার ওয়ান, টু, এরপর থ্রি সিক্যুয়াল আসার চল বাংলাদেশে এখনো আসেনি। আমি আশা করছি, সে চল চালু করবে তুফান। মানুষ তুফান টু দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবে।
রাফি আরো বলেন, তুফান একটা বাণিজ্যিক সিনেমা। কোরবানি ঈদ বরাবরই আমার জন্য আলাদা। আমি এই কোরবানি ঈদে ছবি নির্মাণ করি। এটা পরাণ কিংবা সুড়ঙ্গর মতো সিনেমা নয়। অনেক প্ল্যান করে তুফান সিনেমার গল্প লেখা হয়েছে। এ সিনেমাটাকেই ট্রেইলার বলতে পারেন। কারণ তুফান টু হলো আসল সিনেমা। সে সিনেমায় অনেক বড় চমক আছে। খুব শিগগিরই তুফান টু নিয়ে আসব, আশা করছি।
আরো পড়ুন : ঈদে ‘তুফানই শুভেচ্ছা’, শাকিবের
এ মুহূর্তে প্রতিটি সিনেমা হলে দর্শকের উপচেপড়া ভিড় ‘তুফান’ সিনেমার। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব। সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। আছেন দুই নায়িকা ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। আরো আছেন ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত। পুরোপুরি অ্যাকশন ধাঁচের এ ছবিতে শাকিব খান একজন গ্যাংস্টারের চরিত্রে ধরা দিয়েছেন রুপালি পর্দায়।
দর্শক প্রতিটি শো দেখে চিৎকার করছে। বিশেষ করে শাকিব খানের ডায়লগ গুলো শুনে হাততালি দিচ্ছে। এই ছবি এবার আলোড়ন সৃষ্টি করবে।