১০ বছর ধরে গুম জবির তিন ছাত্রনেতাকে ফিরে পেতে চায় পরিবার
জবি প্রতিনিধি
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৬ এএম
জবি শাখা ছাত্রদলের তিন সহ-সভাপতি আসাদুজ্জামান রানা, মাজাহারুল ইসলাম রাসেল ও আল-আমিন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের তিন সহ-সভাপতি আসাদুজ্জামান রানা, মাজাহারুল ইসলাম রাসেল ও আল-আমিন ১০ বছর ধরে নিখোঁজ রয়েছে। পরিবারের দাবি তাদেরকে গুম করা হয়েছে। তাদের ফিরে পেতে চায় স্বজনেরা।
ছাত্রনেতাদের পরিবার জানায়, ২০১৩ সালের ৪ ডিসেম্বর থেকে নিখোঁজ হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তৎকালীন যুগ্ম-সাধারণ সম্পাদক পদে থাকা তিন নেতা। জবি ছাত্রদলের বর্তমান কমিটিতে তারা সিনিয়র সহ-সভাপতি হিসাবে আছেন। তবে এই দীর্ঘ ১০ বছরে তাদের কোন খোঁজ মেলেনি। পরিবারের কেউ জানেন না তারা বেঁচে আছেন কিনা। সরকারি ও দলীয়ভাবে তাদেরকে খোঁজ করার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।
গুম হওয়া মাজহারুল ইসলাম রাসেলের বড় ভাই মো. মশিউর রহমান জানান, ২০১৩ সালে ৪ই ডিসেম্বর থেকে নিখোঁজ হয় রাসেল। সেই সময়ে রাসেল জবির যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। পিতা আমিনুল হক ও মাতা মজিদা খাতুন দম্পত্তির দ্বিতীয় সন্তান রাসেল। ছেলের শোক বইছে পিতা মাতার হৃদয়ে। তিনি আরো বলেন, তেজগাঁও অঞ্চলের নাখালপাড়ায় তারা থাকতো। সেদিন বসুন্ধরা থেকে র্যাব ১ রাসেলকে উঠিয়ে নেয়। দীর্ঘদিন পেরিয়ে গেলেও ভাইয়ের কোনো খোঁজ নেই। ভাইয়ের চিন্তায় বাবা মা আজ অসুস্থ। সরকারের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, আমাদের দাবি ভাইকে ফিরিয়ে দেয়া হোক। তার খোঁজ করা হোক কোথায় আছে এখন।
আরো পড়ুন : জবি থেকে বিচক্ষণ-সাহসী যোগ্য ভিসি চান শিক্ষকরা
গুম হওয়া জবি ছাত্রদলের আরেক নেতা আসাদুজ্জামান রানার বড় বোন মিনারা বেগম জানান, ২০১৩ এর ৪ ডিসেম্বর নিখোঁজ হন আসাদুজ্জামান রানা। সেই সময়ে রানা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরে অধ্যয়নরত ছিলেন। তাদের গ্রামের বাড়ি রংপুরের বদরগঞ্জ থানার মথুরাপুর গ্রামে। পিতা আব্দুর রাজ্জাক ও মাতা আয়েশা সিদ্দিকার সন্তান ছিলেন তিনি। মিনারা বলেন, রানা আমার সঙ্গে থাকতো। আমার বাসায় থেকেই পড়াশোনা করতো। হঠাৎ করে যখন নিখোঁজ হলো তখন মুগদা থানাতে জিডি করেছিলাম। মানববন্ধন করেছি অনেকবার। ভাইয়ের খোঁজে সব জায়গায় গেছি ভাইকে পাইনি। ভাইকে ফেরত চাই।
গুম জবি ছাত্রদলের সহ-সভাপতি আল-আমিনের ছোট ভাই রুহুল আমিন জানান, ২০১৩ সালে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদেরকে উঠিয়ে নেয় র্যাব (১)। অভিযোগ করে তিনি বলেন, সেই সময়ে র্যাবের প্রধান বেনজীর আহমেদের নেতৃত্বে তাদেরকে উঠিয়ে নেয়া হয়। কিন্তু র্যাবের পক্ষ থেকে বারবার অস্বীকার করে। ভাইয়ের খোঁজে পরিবারের পক্ষ থেকে ভাটারা থানায় মামলাও কর হয়। তবে এই মামলার কোনো অগ্রগতি ছিল না।
গুম হওয়া এই তিন নেতার পরিবার সূত্রে জানা যায়, তাদের কারো নামেই কোনো মামলা ছিল না। কোনো মামলায় তাদেরকে গ্রেপ্তারও দেখানো হয়নি। পরিবারের পক্ষ থেকে পুলিশ, প্রশাসন ও র্যাবসহ ঊর্ধ্বতনদের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো খোঁজ মেলেনি। উল্টো নানাবিধ হুমকি দিয়ে দমিয়ে রাখা হতো পরিবারকে।
'মায়ের ডাক’ সংগঠনের অন্যতম সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি বলেন, আমরা গুম হওয়া সব ব্যক্তিকে ফেরত চাই। তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হোক। সরকারের কাছে দাবি অতিদ্রুত তাদেরকে খুঁজে বের করা হোক। একই সঙ্গে যার এই গুম খুনে জড়িত ছিল তাদেরকে শাস্তির আওতায় আনা হোক।
এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, গুম ও খুন করা আওয়ামী লীগের ঐতিহ্য। শেখ মুজিব ৭২ থেকে ৭৫ সালে বাংলাদেশে অনেক গুম খুন করেছে, আর তারই ঐতিহ্য ধরে রাখার জন্য শেখ হাসিনা এই ১৬ বছর যাবত অনেক গুম খুন করেছে, যার ফলশ্রুতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এই তিন সম্মানিত সহ-সভাপতি গুমের শিকার হয়েছে। আমরা অতি দ্রুত এই তিনজনকে জনসম্মুখে ফিরিয়ে দেয়ার জন্য প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ করছি এবং এই গুম খুনের জন্য গণহত্যাকারী হাসিনাসহ যারা এর সঙ্গে জড়িত তাদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির ব্যবস্থা করার জন্য রাজপথে দাবি নিয়ে নামবো।
জবি শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, বিগত গুমতান্ত্রিক বাংলাদেশ সরকারের আমলে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে এদেশের অসংখ্য দেশপ্রেমী সাধারণ জনগণ ও রাজনৈতিক ব্যক্তিত্বকে গুম করা হয়েছে। যার জলজ্যান্ত উদাহরণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তিন নিবেদিতপ্রাণ রাসেল, রানা ও আল আমিন। যাদেরকে ছাত্রদল করার অপরাধে ও দেশের পক্ষে কথা বলার কারণে ভিন্ন ভিন্ন সময়ে সাদা পোশাকধারী বাহিনী তুলে নিয়ে গেছে। দাবি রাখি আমাদের সহযোদ্ধাদের দ্রুতসময়ের মধ্যে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হোক।