×

অপরাধ

সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ৫৫ জনের নামে মামলা

Icon

সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০৯:৫৩ পিএম

সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ৫৫ জনের নামে মামলা

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এবং মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার গাড়িবহরে হামলার ঘটনায় মানিকগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ৫৫ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে সাটুরিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান মানিকগঞ্জ বিজ্ঞ বিশেষ ট্রাইব্যুনাল-১ আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরো ৪০ জনকে আসামি করা হয়েছে। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১১ ডিসেম্বর বিকেলে জাতীয় নির্বাচনের আগে বিকেলে সাটুরিয়া উপজেলার কালু শাহ মাজার জিয়ারত শেষে জনসংযোগ চলাকালে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খান রিতার গাড়িবহর ও নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। 

আরো পড়ুন: এবার মানিক-ইনু-মেননের বিরুদ্ধে মামলা

মানিকগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মদদে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আফরোজা খান রিতাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এজাহারে বলা হয়, ওই সময় হামলাকারীরা রিতার গাড়িবহর ভাঙচুর এবং নেতা-কর্মীদের মারপিট করে আহত করে। ওই সময়ে পুলিশকে বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে যাননি। হামলার কারণে বিএনপি নেত্রী জনসংযোগ না করে তার বহরে থাকা নেতা-কর্মীদের নিয়ে মানিকগঞ্জে ফিরে আসেন। 

মামলার বাদী মো. আব্দুর রহমান জানান, ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ত ৫৫ জনের নামে এবং অজ্ঞাত আরো ৪০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। তিনি বলেন, ওই সময়ে আওয়ামী লীগের দলীয় পুলিশ থাকায় হামলার ঘটনায় বিচার পাবে না বলে মামলা করা হয়নি। যেহেতু এখন স্বাধীন বিচার বিভাগ কাজ করছে, সুষ্ঠু বিচার পাওয়ার জন্য আদালতে মামলা করা হয়েছে। 

সাটুরিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম গণমাধ্যমকে জানান, ‘তিনি শুনেছেন আদালতে জাহিদ মালেকসহ অন্যান্য নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার তদন্তের নির্দেশনা পেলে সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

দফায় দফায় পিটিয়ে মেরে ফেলা হয় জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে

দফায় দফায় পিটিয়ে মেরে ফেলা হয় জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার

‘মব জাস্টিস’ নিয়ে নিজেদের অবস্থান জানালেন সমন্বয়ক নাহিদ, সারজিস ও হাসনাত

‘মব জাস্টিস’ নিয়ে নিজেদের অবস্থান জানালেন সমন্বয়ক নাহিদ, সারজিস ও হাসনাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত
নির্বাহী সম্পাদক: এ কে সরকার

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App