×

অপরাধ

চকরিয়ায় পাঁচ ভাই নিহতের ঘটনায় পিকআপচালক গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১৩ এএম

চকরিয়ায় পাঁচ ভাই নিহতের ঘটনায় পিকআপচালক গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় পাঁচ ভাইকে (ইনসেটে) চাপা দেয়া পিকআপ ভ্যান

কক্সবাজারের চকরিয়ায় বাবার শ্রাদ্ধানুষ্ঠান শেষে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে পিকআপভ্যানের চাপায় পাঁচ ভাই নিহতের ঘটনায় ঘাতক পিকআপচালককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার পিকআপচালকের নাম সাহিদুল ইসলাম ওরফে সাইফুল। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার রাতে র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেন।

গত ৩০ জানুয়ারি চকরিয়ায় চিকিৎসক সুরেশ চন্দ্র সুশীল মারা যান। গত মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ভোরে মৃত্যুর দশ দিন পর হিন্দু রীতি অনুযায়ী বাবার শ্রাদ্ধ শেষে মন্দির থেকে বাড়ি ফেরার সময় রাস্তা পার হতে গিয়ে পিকআপভ্যানের চাপায় পাঁচ ভাই নিহত হন। ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে নেয়ার পর একজন মারা যান।

পড়ুন : বাবার শ্রাদ্ধ শেষে বাড়ি ফেরার পথে প্রাণ হারালেন ৫ ভাই

নিহত পাঁচ ভাই হলেন- ডুলাহাজারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রিংভং সগীরশাহ কাটা হাসিনা পাড়া এলাকার মৃত ডা. সুরেশ চন্দ্র শীলের ছেলে ডা. অনুপম শীল (৪৬), নিরুপম শীল (৪০), দীপক শীল (৩৫), চম্পক শীল (৩০) ও স্মরণ শীল (২৯)। এছাড়া গুরুতর আহত আরেক ভাই রক্তিম শীল (৩২) চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউয়ে রয়েছেন। আরেক ভাই প্লাবন শীল (২৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও বোন হীরা শীল (২৮) চকরিয়ার মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার রাতেই নিহতদের আরেক ভাই প্লাবন শীল বাদী হয়ে অজ্ঞাত পিকআপভ্যান চালককে আসামি করে চকরিয়া থানায় মামলা করেন।

শুক্রবার কক্সবাজারের চকরিয়ায় নিহত ৫ ভাইয়ের শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়। পড়ুন : চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ ভাইয়ের শ্রাদ্ধ সম্পন্ন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App