×

বিনোদন

ঢাকা কেন্দ্রিক হলিউডের ‘এক্সট্র্যাকশন’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২০, ০৮:৪৬ পিএম

ঢাকা কেন্দ্রিক হলিউডের ‘এক্সট্র্যাকশন’
হলিউডের সিনেমা ‘এক্সট্র্যাকশন’ নির্মিত হয়েছে রাজধানী ঢাকাকে কেন্দ্র করে। নেটফ্লিক্সে আগামী ২৪ এপ্রিল থেকে দেখা যাবে সিনেমাটি। আর এ সিনেমায় পরামর্শক হিসেবে কাজ করেছেন বাংলাদেশের ওয়াহিদ ইবনে রেজা। ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘কিছু দিন আগে আপনাদের জানিয়েছিলাম, নেটফ্লিক্সের একটি মুভিতে কনসালটেন্ট হিসেবে কাজ করেছি। এটিই সেটি। যেহেতু আজ পোস্টার এলো, তাই ভাবলাম এখনই বিষয়টি শেয়ার করি। প্রায় তিন বছর ফিচার ফিল্মে ভিএফএক্স এর সাথে সরাসরি যুক্ত না থেকেও কী করে কী করে যেন আমি এই মুভিতে কাজ করে ফেলি। কী করেছি, কীভাবে করেছি, কী করে কাজ পেলাম, ইত্যাদি ইত্যাদি? ট্রেলার রিলিজের পর জানাবো।’ সিনেমাটির গল্পে দেখা যাবে, ঢাকার এক গ্যাংস্টার, বোম্বের এক গ্যাংস্টারের ছেলেকে কিডন্যাপ করে ঢাকায় আটকে রাখে। আর সেই ছেলেকে ঢাকা থেকে উদ্ধার করতে হায়ার করা হয় একজন মার্সেনারিকে। সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন হলিউড অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ। এছাড়া আরো অভিনয় করেছেন ডেভিড হারবার, ডেরেক লুকে, পঙ্কজ ত্রিপাঠি ও রনদীপ হুদাসহ অনেকেই। সিনেমাটির নাম প্রথমে ছিল ‘ঢাকা’। পরে তা পাল্টে করা হয়, ‘আউট অব দ্য ফায়ার’। পরে সেটাও পাল্টে করা হয় ‘এক্সট্র্যাকশন’। রুশো ব্রাদার্স প্রযোজিত এ সিনেমাটি পরিচালনা করেছেন স্যাম হারগ্রেভ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App