×

জাতীয়

জামায়াতের সংস্কারপন্থী নেতার নতুন সংগঠন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০১৯, ০৫:১২ পিএম

জামায়াতের সংস্কারপন্থী নেতার নতুন সংগঠন
‘জন–আকাঙ্ক্ষার বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে নতুন একটি সংগঠনের ঘোষণা দিয়েছেন জামায়াত ইসলামী সংস্কারপন্থীরা। জামায়াতের বহিষ্কৃত নেতা মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে শনিবার দুপুরে রাজধানীর বিজয়নগরের হোটেল ৭১ এ আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির নেতারা। এ সময় একটি ঘোষণাপত্রও চূড়ান্ত করেছেন তারা। ঘোষণাপত্রে বলা হয়েছে, জাতীয় মুক্তি ও জন–আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উজ্জীবীত একদল আশাবাদী মানুষের উদ্যোগ এটি। এর মাধ্যমে নিজেদের ভাবনা এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনার কথা তুলে ধরা হবে। সংবাদ সম্মেলনে মঞ্জু জানান, তাদের রাজনৈতিক দল ধর্মীয় রাজনৈতিক দল হবে না। দেশের সব জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিয়ে গঠিত হবে তাদের দল। পূর্ণাঙ্গ দল গঠনে পাঁচটি কমিটি গঠন করা হয়েছে জানিয়ে মঞ্জু বলেন, এসব কমিটি তাদের কাজ শুরু করে দিয়েছে। জামায়াতের সংস্কারপন্থীদের নেতা মঞ্জু বলেন, ‘বাংলাদেশ আজ অধিকারহীন, অনিরাপদ ও স্বৈরতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছে। গুম, খুন, গ্রেপ্তার, নির্যাতন, বিনা বিচারে কারাভোগ কিংবা নিস্তব্ধ কণ্ঠের চাপা আর্তনাদ নিয়ে বেঁচে থাকার জনপদের নাম বাংলাদেশ। ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মঞ্জু একসময় চট্টগ্রাম কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরেরও সভাপতি ছিলেন। বহিষ্কৃত হওয়ার আগে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ছিলেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App