প্রীতি জিনতার প্রত্যাবর্তন
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
প্রীতি জিনতা
বলিউডের এক সময়ের জনপ্রিয় নায়িকা প্রীতি জিনতা। তিনি সারাক্ষণ হাসি মুখে ছবি তোলেন, সবসময় তাকে হাসতে দেখা যায়। দেখে মনে হয় সে তার জীবনে কোনো দুঃখই নেই। কিন্তু বাস্তবে তার জীবনেও এসেছে নানা ওঠাপড়া। বিশেষ করে আইভিএফ চলাকালে নানা সমস্যার মোকাবিলা করতে হয়েছিল তাকে। একটি সাক্ষাৎকারে জানিয়েছেন সেসব দুঃসময়ের কথা।
‘লাহোর ১৯৪৭’ ছবির মধ্য দিয়ে তার অভিনয় জীবনে প্রত্যাবর্তন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে প্রীতি বলেন, ‘ক্যারিয়ারে ফোকাস করা গুরুত্বপূর্ণ, তবে একজন নারী হওয়ার কারণে তাকে বুঝতে হবে যে জীবন সব সময় তোমার ওপর সুবিচার করবে না। মেয়েদের বায়োলজিক্যাল ক্লক থাকে, কিন্তু সবাই এটা ভুলে যান। তবে এর জন্য তাদের পিছিয়ে রাখার কোনো মানে হয় না। একজন মহিলাও পরিবারে সমান গুরুত্বপূর্ণ। তারাও চান কাজ করতে, নিজেদের প্রতিষ্ঠিত করতে। এখন আমার বাচ্চাদের বয়স দুই বছরের বেশি, আমি অনুভব করেছি যে আমি কাজে ফিরে যাওয়ার জন্য এবার তৈরি।’
তিনি আরো বলেন, ‘অন্য সবার মতো আমারও ভালো দিন এবং খারাপ দিন রয়েছে। কখনো কখনো জীবনে সবসময় সুখী-সৌভাগ্যবান হওয়ার লড়াই করে যেতে হয়েছে। বিশেষ করে যখন কেউ কোনো কঠিন সময়ের মধ্য দিয়ে যায়।
আমি অনুভব করতাম যে আমার আইভিএফের সময় সবসময় হাসিখুশি এবং সুন্দর থাকা খুব কঠিন, তাই সেই সময় অভিনয় অভাবে করাও সম্ভব নয়।’ প্রীতি জিনতা এবং তার স্বামী, জিন গুডেনাফ ২০২১ সালের নভেম্বরে যমজ সন্তান জয় এবং গিয়াকে স্বাগত জানান।
প্রসঙ্গত, প্রীতি রাজকুমার সন্তোষীর পরিচালিত ছবি ‘লাহোর ১৯৪৭’-এর মাধ্যমে সিনে দুনিয়ায় প্রত্যাবর্তনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। সিনেমায় প্রীতির বিপরীতে থাকবেন সানি দেওল।