বিশ্বব্যাপী শীর্ষে ‘বিটিএস’
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ব্যান্ডদল বিটিএস
নতুন মাইলফলক অর্জন করেছেন দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত কে-পপ বয় ব্যান্ড বিটিএস। আইটিউনস গানের চার্টে তাদের ৩৩টি গান এক নম্বরে পৌঁছেছে। ফলে বিটিএস প্রথম ও একমাত্র ব্যান্ড হিসেবে এই মাইলফলক অর্জন করেছে। গত ২৬ আগস্ট এই মাইলফলক পায় তারা। বিটিএসের ‘উই আর বুলেটপ্রæফ : দ্য ইটারনাল’ তাদেরই ব্যান্ড সদস্য সুগার একক গান ‘পোলার নাইট’কে পেছনে ফেলে চার্টের শীর্ষে উঠে গেছে।
জানা গেছে, তালিকায় বিটিএস সদস্যদের একক গান অন্তর্ভুক্ত আছে- যেমন জিমিনের ‘হু’, সুগার ‘পোলার নাইট’ ও ‘হেগুয়েম’, আরএমের ‘কাম ব্যাক টু মি’, ভি’র ‘ফ্রেন্ডস’ এবং অন্য গান। গত ২৩ আগস্ট সুগার একক গান ‘পোলার নাইট’ তার প্রথম একক অ্যালবাম থেকে ‘ডি-ডে’ বিশ্বব্যাপী আইটিউনস গানের চার্টে এক নম্বরে পৌঁছায়।
তার দল বিটিএসের ‘উই আর বুলেটপ্রæফ : দ্য ইটারনাল’ এর কাছে শীর্ষস্থান হারানোর আগে তার একক গানটি দুদিন শীর্ষে ছিল। এ ছাড়া ২৬ আগস্ট পর্যন্ত সুগার মোট ২৩টি গান চার্টের তালিকায় ফিরেছিল। ফলে বিশ্বব্যাপী ডিজিটাল প্ল্যাটফর্মে সর্বাধিক শোনা সংগীতশিল্পী হিসেবে তার অবস্থান আরো দৃঢ় হয়েছে। বিটিএসের ৩৩টি গান ওয়ার্ল্ডওয়াইড আইটিউনস গানের চার্টে শীর্ষে রয়েছে।