বিসিবি-পিসিবির মধ্যকার সম্পর্কে খুশি মুশতাক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ১০:২৯ এএম
মুশতাক আহমেদ
ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হয়ে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে টানা ১৫ বছর আওয়ামী লীগের শাসনক্ষমতার অবসান ঘটেছে। ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারও দায়িত্ব নিয়েছে। তবে দেশ এখনও স্বাভাবিক পরিস্থিতিতে ফেরেনি।
রাজনৈতিক অস্থিরতার কারণে ক্রিকেটাররা দেশের মাটিতে অনুশীলন করতে পারেননি। ক্রিকেটাররা অনুশীলনে ফিরলেও নিরাপত্তা ঝুঁকির অজুহাতে কোচিং স্টাফের সদস্যরা আসেননি। তবে এর আগেই বিসিবির কাছে অভিনব এক প্রস্তাব পাঠায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বাংলাদেশের ক্রিকেটারদের পাকিস্তানে অনুশীলনের ব্যবস্থা করে দিতে চায় পিসিবি। দেশটির এমন প্রস্তাব লুফে নেয় লাল-সবুজ শিবির। ফলে ১৬ আগস্টের পরিবর্তে ১২ আগস্ট দ্য গ্রিন ম্যানদের মাটিতে দল পাঠায় বিসিবি। পিসিবির এমন প্রস্তাবের প্রশংসা করেছেন মুশতাক আহমেদ।
এই স্পিন বোলিং কোচ বলেন, ‘পিসিবি একটা কাজ অনেক ভালো করেছে। পিসিবি-বিসিবিকে বলেছে, যেহেতু আপনাদের দেশের অবস্থা ভালো নয়, ফলে আপনারা দলকে আগে নিয়ে আসুন। আমরা আপনাদের দেখভাল করব। এটাকেই তো বলে ভ্রাতৃত্ববন্ধন। দারুণ সম্পর্ক। পিসিবি যেভাবে এই কাজটা করেছে, তাতে বিসিবির কর্মকর্তা সবাই দারুণ খুশি হয়েছে, সবাই অনেক প্রশংসা করেছে।’
তিনি যোগ করেন, ‘যখনই অনুশীলন করা যাচ্ছিল না, তারাই বিসিবিকে আগে কল করে বলেছে আপনারা এখানে চলে আসেন আগে। আমরা আপনাদের ব্যবস্থা করে দিতে পারব। এখানে পিসিবিকে আমি ধন্যবাদ দিতে চাই। এটা পিসিবি এবং বাংলাদেশের মাঝে দারুণ সম্পর্ক তুলে ধরে। বিসিবিও সামনে দুই দেশের মধ্যে ট্যালেন্ট এক্সচেইঞ্জিং প্রোগ্রামের কথা ভাবছে। ফলে আশা করি, দুই দেশের মাঝে এই সম্পর্কটা আরও অনেক দিন ধরে চলবে। পিসিবি দারুণ কাজ করেছে এখানে।’