×

খেলা

বাংলাদেশের স্পিনারদের প্রশংসায় ভাসালেন মুশতাক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০৯:২১ পিএম

বাংলাদেশের স্পিনারদের প্রশংসায় ভাসালেন মুশতাক

মুশতাক আহমেদ

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলার জন্য বর্তমানে পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ দল। মাঠে নামার আগে পুরোদমে অনুশীলন করছেন ক্রিকেটাররা। মূলত ক্রিকেটের রাজকীয় ফরম্যাটের কঠিন চ্যালেঞ্জ নিতেই নিজেদের প্রস্তুত করছেন লাল-সবুজের প্রতিনিধিরা। 

পাকিস্তানের সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদও টাইগারদের সঙ্গে রয়েছেন। অনুশীলনের পর বৃহস্পতিবার (১৫ আগস্ট) লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এসেছিলেন তিনি। এ সময়ে বাংলাদেশি স্পিনারদের ভূয়সী প্রশংসা করেন কিংবদন্তি এই স্পিনার।

মুশতাকের ভাষ্য, ‘বাংলাদেশের স্পিনাররা যথেষ্ট পরিণত। আমার দায়িত্ব হলো টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল বিষয় নিয়ে তাদের সঙ্গে কথা বলা। স্পিনারদের অ্যাঙ্গেলের বিষয়ে বুঝিয়ে দেওয়া। ব্যাটারদের কীভাবে মোকাবিলা করবে, কীভাবে পিচ রিড করবে, বলের গতি কেমন হবে, কোন ব্যাটারের বিপক্ষে কেমন ফিল্ডিং হবে; সে বিষয়ে তাদের সঙ্গে আমার কথা হয়। যত অভিজ্ঞই হোক না কেন, এ ব্যাপারে তাদের জানার প্রয়োজন পড়ে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের যে স্পিনার আছে, সাধারণতভাবেই তারা খুব খুব ভালো স্পিনার; ম্যাচ উইনার। বাংলাদেশকে অনেক ম্যাচ জিতিয়েছে। এটা আমার জন্য দারুণ সম্মানের ওদের সঙ্গে কাজ করা। ভালো কয়েকজন ছেলে আছে। তারা কোচেবল, এর মানে হচ্ছে কথা শোনে। আমি ভালো সময় কাটাচ্ছি, ওদের সঙ্গে। ওরা ভালো শিখতে পারে। আশা করি, একটা পার্থক্য তৈরি করতে পারব।’

উল্লেখ্য, আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। আর ৩০ আগস্ট করাচিতে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

সীমান্ত হত্যা ভারত-বাংলাদেশ সুসম্পর্ক জোরদারে বড় বাধা: পররাষ্ট্র উপদেষ্টা

সীমান্ত হত্যা ভারত-বাংলাদেশ সুসম্পর্ক জোরদারে বড় বাধা: পররাষ্ট্র উপদেষ্টা

শাহরিয়ার আলম ও দিলীপ আগরওয়ালার ব্যাংক হিসাব তলব

শাহরিয়ার আলম ও দিলীপ আগরওয়ালার ব্যাংক হিসাব তলব

র‌্যাবের গাড়ি থেকে আ’লীগ নেতাকে ‘ছিনিয়ে নিলো’ বিএনপি নেতারা

র‌্যাবের গাড়ি থেকে আ’লীগ নেতাকে ‘ছিনিয়ে নিলো’ বিএনপি নেতারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App