×

খেলা

অবসর নিয়ে যা জানালেন সাকিব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ১০:০৮ পিএম

অবসর নিয়ে যা জানালেন সাকিব

ছবি: সংগৃহীত

আটলান্টিক পাড়ে হওয়া এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অত্যন্ত হতাশাজনক পারফরম্যান্স করেছেন সাকিব আল হাসান। ফলে দলে তার ক্যরিয়ারের ভবিষ্যৎ নিয়ে উঠেছে প্রশ্ন। এই প্রসঙ্গে তিনি জানালেন, বর্তমান পরিস্থিতিতে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা করার সময় অবশিষ্ট নেই তার। বরং তিন মাস-ছয় মাসের স্বল্পমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোতে চান।

বিশ্বকাপ শেষে দেশে ফিরে আবার যুক্তরাষ্ট্রে উড়ে যাচ্ছেন সাকিব। সেখান মেজর ক্রিকেট লিগে (এমএলসি) লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলবেন তিনি। দেশ ছাড়ার আগে মঙ্গলবার বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাকে মুখ খুলতে হয় ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে। যদিও একজন খেলোয়াড় কখন অবসর নেবেন তা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত।

৩৬ বছর বয়সী সাকিব হেসে বলেছেন, আপাতত বাংলাদেশ দলের পাকিস্তান সফর পর্যন্ত পরিকল্পনা রয়েছে তার, 'নিজেকে নিয়ে তেমন পরিকল্পনা নেই। আপাতত পরিকল্পনা হচ্ছে যে, দুইটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট আছে আমার সামনে। একটা হচ্ছে এমএলসি, যেটার জন্য এখন যাচ্ছি। এরপরই থাকবে গ্লোবাল টি-টোয়েন্টি লিগ, যেটা কানাডাতে। পরপর এই দুইটা টুর্নামেন্ট খেলি, এরপর দেখি নিজের কী অবস্থা। এরপর তো দেশের জন্য আন্তর্জাতিক ক্রিকেট যেটা আছে, পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজ (আগামী আগস্ট-সেপ্টেম্বরে)। আপাতত পরিকল্পনা এতটুকুই।'

আসন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দুটি টি-টোয়েন্টি লিগে খেলে নিজের অবস্থাটা বুঝতে চাইছেন সাকিব, 'খুব বেশি আসলে পরিকল্পনা করিনি। নিজের বোঝার দরকার আছে। এখন আসলে ওরকম সময় নেই তিন বছর-চার বছরের পরিকল্পনা করার। আমার মনে হয় তিন মাস, ছয় মাসের পরিকল্পনা করাটাই ভালো। আপাতত পাকিস্তান সিরিজ পর্যন্ত পরিকল্পনা আছে।'

নয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপের সবকটিতে খেলা সাকিব সদ্যসমাপ্ত আসরে ছিলেন নিজের ছায়া হয়ে। সাত ইনিংসে তিনি ১৮.৫০ গড় ও ১০৬.৭৩ স্ট্রাইক রেটে করেন মাত্র ১১১ রান। এর মধ্যে ৬৪ রানই আসে নেদারল্যান্ডসের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে। বল হাতেও সাকিব ছিলেন নিষ্প্রভ। উইকেট নিতে পারেন স্রেফ তিনটি। উইকেটশূন্য ছিলেন সাত ম্যাচের পাঁচটিতেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

দফায় দফায় পিটিয়ে মেরে ফেলা হয় জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে

দফায় দফায় পিটিয়ে মেরে ফেলা হয় জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার

‘মব জাস্টিস’ নিয়ে নিজেদের অবস্থান জানালেন সমন্বয়ক নাহিদ, সারজিস ও হাসনাত

‘মব জাস্টিস’ নিয়ে নিজেদের অবস্থান জানালেন সমন্বয়ক নাহিদ, সারজিস ও হাসনাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত
নির্বাহী সম্পাদক: এ কে সরকার

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App