×

খেলা

ধর্ষণ মামলায় গ্রেপ্তার জুজুৎসুর সাধারণ সম্পাদক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৪, ০৮:১৮ পিএম

ধর্ষণ মামলায় গ্রেপ্তার জুজুৎসুর সাধারণ সম্পাদক

ছবি: সংগৃহীত

এক নারী ক্রীড়াবিদকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি বাংলাদেশ জুজুৎসু (মার্শাল আর্ট) অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম নিউটনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তার সহযোগী অন্য এক নারী খেলোয়াড়কেও গ্রেপ্তার করা হয়েছে। আজ র‌্যাবের পাঠানো বিবৃতিতে বলা হয়েছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরো পড়ুন: মুস্তাফিজবিহীন চেন্নাইয়ের আজ বাঁচা–মরার লড়াই

শনিবার (১৮ মে) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, বহুল আলোচিত এক নারী জুজুৎসু ক্রীড়াবিদকে ধর্ষণের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে বারবার ধর্ষণের ঘটনায় প্রধান আসামি বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম নিউটনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রাজধানীর শাহ আলী ও মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে শনিবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App