ছোট্ট রাফিন প্রশ্ন করে শীতের খবর জানার জন্য
কী উপহার কিনবে শীতে নানু এবং নানার জন্য?
দাদুর জন্য চাদর দেবে? জ্যাকেট দেবে ফুপির জন্য?
রাইসা আপু জিদ ধরেছে একটা উলের টুপির জন্য।
হাতমোজা আর ব্লেজার দিও রোদসী আর মামার জন্য
পিংক কালারের দুইটা হুডি কিনবে কিন্তু আমার জন্য
আমরা দু’জন পরব শীতে উষ্ণ আরাম আনার জন্য
একটা আমার, আরেকটা কার? ছোট্ট বিড়াল ছানার জন্য।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।