সালাহউদ্দিন আহমেদ
শোকজ নয়, সংবাদের ব্যাখ্যা চেয়েছে দল
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫২ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ
এস আলম গ্রুপের গাড়ি চড়ে সংবর্ধনায় যাওয়ার ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সোমবার (২ আগস্ট) সন্ধ্যায় তিনি গণমাধ্যমকে বলেন, গাড়ি সংক্রান্ত যে সংবাদটা প্রকাশিত হয়েছে, তাতে জনমনে কিছু বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এজন্য দল থেকে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা চাওয়া হয়েছে। আমাকে কোনো কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়নি। আমি সল্প সময়ের মধ্যেই ব্যাখ্যা দিয়ে দিব।
চট্টগ্রামের এস আলমের মালিকানাধীন গাড়িতে চড়ে গত ২৮ আগস্ট নিজ এলাকায় গিয়ে সংবর্ধনা নিতে যান সালাহউদ্দিন আহমেদ। কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে নেতাকর্মীদের সঙ্গে গাড়ি বহর নিয়ে পেকুয়ায় যান তিনি, যার বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে বিএনপির নেতাকর্মীরা।
আরো পড়ুন: বিএনপি নেতা বাচ্চুকে বহিষ্কার
একটি ভিডিওতে দেখা যায়, যে গাড়িতে (জিপ) চড়ে সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার থেকে পেকুয়ায় আসেন, সেটির নম্বর চট্টমেট্রো ঘ-১১-১৫৩৩। তিনি সামনের সিটে বসে হাত নেড়ে আশপাশের লোকজনকে শুভেচ্ছা জানাচ্ছেন। পরে খোঁজ নিয়ে জানা যায়, মিতসুবিশির স্টেশন ওয়াগন ব্র্যান্ডের জিপটি এস আলম গ্রুপের। এ নিয়ে গতকাল (রবিবার ১ সেপ্টেম্বর) কয়েকটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়েছে। এরপর আজ (সোমবার) সংবাদ সম্মেলনে দু:খপ্রকাশ করে নিজের বক্তব্য তুলে ধরেন সালাহউদ্দিন।