শেখ হাসিনাকে কটাক্ষ করে যা বললেন ড. কামাল
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ০৭:১১ পিএম
গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করে গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন মন্তব্য করে বলেছেন, টাকা দিয়ে যারা নির্বাচিত হয় তারা বেশিদিন টিকতে পারে না, দিনশেষে দেশ থেকে পালাতে হয়। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ড. কামাল হোসেন বলেন, ‘ক্ষমতাকে নিজের কাজে না লাগিয়ে জনগণের কাজে লাগাতে হবে। তাহলে আমার বিশ্বাস আমাকে দেশ ছেড়ে পালাতে হবে না। এ দেশের মাটিতে আমার কবর হবে। কিন্তু দেখেন টাকা দিয়ে যারা নির্বাচিত হয় তারা বেশিদিন টিকতে পারে না, দিনশেষে দেশ থেকে পালাতে হয়।’
আরো পড়ুন: বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
এসময় গণফোরামের রাজনীতি নিয়েও কথা বলেন ড. কামাল হোসেন। তিনি বলেন, ঐক্যবদ্ধ হয়ে কাজ করে গণফোরামকে আগাতে হবে। আমরা দেশের মানুষের জন্য কাজ করতে চাই, মৌলিক অধিকার নিশ্চিত করতে চাই। অন্তর্বর্তী সরকারকে সময় দিয়ে তাদের সাহায্য করার কথাও জানান প্রবীণ এই রাজনীতিবিদ।
একই অনুষ্ঠানে গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ফ্যাসিস্ট হাসিনা দেশকে গাজায় পরিণত করেছিল। আমাদের শিক্ষার্থীরা এখনও হাসপাতালে জীবন নিয়ে লড়ছে। এই গণঅভূত্থানের পরে জনগণের মনে নতুন করে বাঁচার যে ইচ্ছা, দেশপ্রেম তা কাজে লাগিয়ে গণফোরামকে একটি জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে দেখতে চাই। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগাতে হবে।