×

রাজনীতি

মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে দেশ দ্রুত স্থিতিশীল হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ০৬:৩৭ পিএম

অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে দেশ দ্রুত স্থিতিশীল হবে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আশাবাদী, এই অন্তর্বর্তীকালীন সরকার যার নেতৃত্বে আছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস… তাদের আন্তরিকতা, দেশপ্রেম এবং যোগ্যতা দিয়ে খুব দ্রুত তারা একটা দেশকে স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন এবং একইসঙ্গে তারা নির্বাচনের দিকেও যেতে পারবেন। প্রয়োজনীয় সংস্কারসমূহ পুরণ করবেন বলে আমরা মনে করি।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয় তার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। এই বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল। এ সময় তার সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ। প্রধান উপদেষ্টার সঙ্গে সোয়া এক ঘন্টা বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীসহ তিন নেতা।

বৈঠকের পর রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা‘র বাইরে অপেক্ষামান সাংবাদিকদের মির্জা ফখরুল আলোচনার বিষয়বস্তু খোলাসা করে না বলেলেও বৈঠক ফলোপ্রসু হয়েছে বলে জানিয়েছেন।

আরো পড়ুন: ৪ আগস্টের ঘটনায় আশুগঞ্জে আসামি বিএনপির ৯ নেতাকর্মী!

বিএনপির মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টা আলোচনার জন্য ডেকেছিলেন। আমরা প্রায় সোয়া এক ঘন্টা আলোচনা করেছি। অত্যন্ত ফলোপ্রসু আলোচনা হয়েছে। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে পর্যায়ক্রমে।'

নির্বাচনের কোনো সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা কোনো তারিখ নিয়ে আলোচনা করিনি। আমরা কোনো তারিখ বলব না। এটা উনারা বলবেন।'

বৈঠকে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ ও আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ছিলেন।

অধ্যাপক ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর গত ১২ আগস্ট বিএনপি মহাসচিবের নেতৃত্বে ৭ সদস্যের স্থায়ী কমিটি যমুনা প্রথম বৈঠক করেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৩ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৩ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

ডোনাল্ড লু’র নেতৃত্বে আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

ডোনাল্ড লু’র নেতৃত্বে আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

রাজধানীতে ট্রাফিক পুলিশকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

রাজধানীতে ট্রাফিক পুলিশকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

বিএনপি নেতা আশফাকের নেতৃত্বে বায়রার ইসি বৈঠকে হামলা-ভাঙচুর

বিএনপি নেতা আশফাকের নেতৃত্বে বায়রার ইসি বৈঠকে হামলা-ভাঙচুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App