×

জাতীয়

ভাসানী, বাবর, তারেক ও মমতার উদ্দেশ্য কি বাংলাকে এক করা?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ০৯:০২ পিএম

সাবেক সরাষ্ট্রমন্ত্রী লুতফজ্জামান বাবর আলোচনায় আসার পরেই নজরে এসেছে ভারতের সেভেন সিস্টারস। সেভেন সিস্টার আলোচনায় আসার পরক্ষনেই ফেনীসহ পশ্চিমবঙ্গের ১৯টি জেলায় ভয়াবহ বন্যা হলে, বন্যায় ক্ষতির জন্য অনেকেই দায়ী করছেন ভারতকে। আর এতে সেভেন সিস্টারস প্রসঙ্গ তুমুল আলোচনার জায়গা করে নেয়।

‘আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার। এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না’ কথাগুলো বলেছিলেন মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী। সেখানেই থেকেই বাংলার জনতার মনে আশা জাগে এই সেভেন সিস্টার নিয়ে বলে ধারণা করা হয়।

আবার প্রায়ই ভারতের পশ্চিমবঙ্গ উত্তেজনাপূর্ণ থাকে বাংলা ভাষাভাষী জাতিদের নিয়ে। এর আগে মমতা ব্যানার্জি একবার বলেছিলেন ফোনে কল আসলেই যেনো হ্যালো না বলে বঙ্গবন্ধুর আদর্শে জয় বাংলা দিয়ে কথা শুরু করা হয় আর এতে তার জেল হলে তিনি জেলে যেতেও প্রস্তুত। এছাড়াও পশ্চিমবঙ্গের জন্য বাংলার সাথে মিল রেখে আলাদা জাতীয় সংগীত করার দাবিও জানিয়েছিলেন তিনি।

বর্তমানে আর জি কর ইস্যুতে বিজেপি সরকার আধাবেলা “বন্ধের” ডাক দেন। বিজেপির ডাকা এই বন্ধ পালনকালে ২৮ আগস্ট বিক্ষিপ্ত ঘটনা ঘটে। এ ইস্যুতে বাংলাদেশের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি  হুঁশিয়ারি দিয়ে বলেন ‘পরিস্থিতি বাংলাদেশ করতে চাইলে, আমরা দিল্লির চেয়ার টলমল করে দেব।’ মোদি বাবু, মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান, আসামও থেমে থাকবে না।

বিএনপির সাথে বরাবরই ভারতের সম্পর্ক খুব একটা ভালো ছিলোনা। বাবরের ১০ ট্রাক ইস্যু থেকে শুরু করে বিভিন্ন নেতাকর্মীরা বরাবরই ছিলো ভারত বিদ্বেষী। সম্প্রতি বাবর ইস্যুর পরেই সোশ্যাল মিডিয়ায় তারেক রহমানের একটি ভিডিও তুমুল আলোচনায় আসে। তার প্রায়োরিটি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানান কীভাবে বাংলাদেশের পরিধি ও সীমানা বাড়াবেন এটাই তার কাছে প্রায়োরিটি।

অনেকেই মনে করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর ভারত সরকারের কাছে একটা আতঙ্কের নাম ছিলেন। তিনি সেভেন সিস্টারে বিদ্রোহী দল বানিয়ে ভারতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছিলেন। চীন-পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি লুৎফুজ্জামান বাবর করতে পেরেছেন বলেও অনেকের অভিযোগ। 

২০০৪ সালে তিনি ১০ ট্রাক অস্ত্র-গোলাবারুদ, রকেট লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন। তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধ শুরু করে। অরুণাচল, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল। আর সেখানে আন্দোলনকারীদের ১০ ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই বাবর। আর এ কারণেই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় লুৎফুজ্জামান বাবরকে ভিলেন থেকে হিরো বানিয়ে দিচ্ছেন নেটিজেনরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভোলায় আরো সাড়ে ৬ লাখ কোটি টাকার গ্যাসের সন্ধান

ভোলায় আরো সাড়ে ৬ লাখ কোটি টাকার গ্যাসের সন্ধান

‘এটাই বাংলাদেশের সেরা টেস্ট দল’

‘এটাই বাংলাদেশের সেরা টেস্ট দল’

টিভিতে আজ যা দেখবেন

টিভিতে আজ যা দেখবেন

ধরা ছোঁয়ার বাইরে বিদ্যুত খাতের মাফিয়া আজিজ খান

ধরা ছোঁয়ার বাইরে বিদ্যুত খাতের মাফিয়া আজিজ খান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App