×

জাতীয়

এবার পিলখানা হত্যাকাণ্ডে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঐক্যর পক্ষ থেকে দশ দফা দাবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ১১:১৮ পিএম

এবার পিলখানা হত্যাকাণ্ডে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঐক্যর পক্ষ থেকে দশ দফা দাবি

ছবি: সংগৃহীত

পিলখানা হত্যাকাণ্ডে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঐক্যর পক্ষ থেকে দশ দফা দাবি পেশ করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় আহ্বায়ক এ্যাডভোকেট আব্দুল আজিজ এবং সদস্য সচিব জুয়েল আজিজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই দশ দফা দাবি করা হয়।  

তাদের দাবি গুলোর মধ্যে রয়েছে- পিলখানা হত্যাকাণ্ড পুনরায় তদন্ত ও পুনরায় বিচার করে খুনিদের শাস্তি নিশ্চিত করতে হবে। সেনা, নৌ, বিমান ও বিচার বিভাগের সমন্বয়ে স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে। নিরীহ বিডিআর সদস্যদের রিমান্ডে নির্যাতনের ফলে মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করার জন্য সেনা, নৌ ও বিমান বিভাগের সমন্বয়ে স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে এবং দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বিস্ফোরক মামলা প্রত্যাহার করে আটক বিডিআর সদস্যদের জামিন দিতে হবে। নির্দোষ প্রতিটা বিডিআর সদস্যকে অবিলম্বে মুক্তি দিতে হবে। চাকরিচ্যুত সব বিডিআর সদস্যদের চাকরিতে পূর্ণ বহাল করতে হবে।  বিডিআর ট্রাজেডির কারণে সামরিক/বেসামরিক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ ও পূর্ণবাসন করতে হবে। বিডিআর বর্তমান বিজিবিকে কোন প্রকার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। বিডিআর (বাংলাদেশ রাইফেলস) নাম প্রতিস্থাপন করতে হবে। 

পিলখানা হত্যা ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঐক্যর আহ্বায়ক এ্যাডভোকেট আব্দুল আজিজ বলেন, আমাদের যে দাবিগুলো দিয়েছি তা আগামী দুই দিনের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ নেয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আহ্বান জানাই। এছাড়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন উপদেষ্টার নিকট পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের লক্ষ্যে পুনরায় তদন্ত, পুনরায় বিচার, নির্দোষ বিডিআর সদস্যদের মুক্তি, ফ্যাসিস্ট স্বৈরাচার কর্তৃক মিথ্যা প্রহসনমূলক সব মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এদিকে আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন।

আরো পড়ুন: কোনো গণমাধ্যম বন্ধ করেনি অন্তর্বর্তীকালীন সরকার

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাংবাদিক দেওয়ান হাবিব আর নেই

সাংবাদিক দেওয়ান হাবিব আর নেই

গাজায় ইসরায়েলের নৃশংস হামলায় নারী-শিশুসহ নিহত ২৮

গাজায় ইসরায়েলের নৃশংস হামলায় নারী-শিশুসহ নিহত ২৮

সরকারি ৬ ব্যাংকের এমডি অপসারণ

সরকারি ৬ ব্যাংকের এমডি অপসারণ

তাপপ্রবাহ নিয়ে যা বলল আবহাওয়া অধিদপ্তর

তাপপ্রবাহ নিয়ে যা বলল আবহাওয়া অধিদপ্তর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত
নির্বাহী সম্পাদক: এ কে সরকার

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App