×

জাতীয়

রূপপুর পারমাণবিক কেন্দ্রে আর্থিক দুর্নীতির অভিযোগ প্রত্যাখান করেছে রসাটম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০৫:৩১ পিএম

রূপপুর পারমাণবিক কেন্দ্রে আর্থিক দুর্নীতির অভিযোগ প্রত্যাখান করেছে রসাটম

ছবি: সংগৃহীত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে আর্থিক দুর্নীতি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের অভিযোগ প্রত্যাখান করেছে নির্মাণকারী প্রতিষ্ঠান রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রসাটম। সোমবার (১৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই অভিযোগ অস্বীকার করেছে প্রতিষ্ঠানটি। 

রসাটমের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণমাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে অনৈতিক আর্থিক লেনদেন সংক্রান্ত যে সংবাদ প্রচার করা হয়েছে তা উস্কানিমূলক। এই সংবাদ প্রত্যাখ্যান করছে রসাটম। রসাটম তার সব প্রকল্পে উন্মুক্ত কর্মপন্থা, দুর্নীতি প্রতিরোধ নীতি এবং ক্রয় পদ্ধতিতে স্বচ্ছতা নিশ্চিতকরণে প্রতিশ্রুতিবদ্ধ। ব্যবসা প্রক্রিয়ায় উম্মুক্ততা বাহ্যিক নিরীক্ষার মাধ্যমে নিয়মিতভাবে নিশ্চিত করা হয়ে থাকে। রসাটম তার নিজস্ব সুনাম ও স্বার্থ রক্ষায় আদালতের শরণাপন্ন হতেও প্রস্তুত। 

আরো পড়ুন: দেশের ১২ সিটি করপোরেশনের দায়িত্ব পেলেন যারা

এতে আরো বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত অসত্য তথ্যগুলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটিকে কলঙ্কিত করার একটি প্রয়াস হিসেবে আমরা বিবেচনা করছি। এই প্রকল্পটি বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতি সমস্যার সমাধান এবং জনগনের কল্যানের স্বার্থে বাস্তবায়িত হচ্ছে।

উল্লেখ্য, গতকাল (রবিবার ১৮ আগস্ট) গ্লোবাল ডিফেন্স কর্পের এক প্রতিবেদনে বলা হয়, রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প থেকে ৫০০ কোটি ডলার বা ৫৯ হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। শেখ হাসিনাকে এই অর্থ আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রসাটম। তবে রসাটমের পক্ষ থেকে এই অভিযোগ প্রত্যাখান করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

দফায় দফায় পিটিয়ে মেরে ফেলা হয় জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে

দফায় দফায় পিটিয়ে মেরে ফেলা হয় জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার

‘মব জাস্টিস’ নিয়ে নিজেদের অবস্থান জানালেন সমন্বয়ক নাহিদ, সারজিস ও হাসনাত

‘মব জাস্টিস’ নিয়ে নিজেদের অবস্থান জানালেন সমন্বয়ক নাহিদ, সারজিস ও হাসনাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত
নির্বাহী সম্পাদক: এ কে সরকার

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App