গ্রাম পুলিশদের যে আশ্বাস দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ০৭:২১ পিএম
ছবি: সংগৃহীত
বঙ্গভবনের সামনে চাকরি জাতীয়করণের দাবিতে বিক্ষোভ করেছে গ্রাম পুলিশ। শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে বঙ্গভবন ও রাজউকের সামনের অংশে জড়ো হয়ে বৈষম্যের বিরুদ্ধে স্লোগান দেন গ্রাম পুলিশের সদস্যরা।
আন্দোলনরতদের এ অবস্থা দেখে অন্তর্বর্তীকালীন সরকারে আরো চার উপদেষ্টার শপথ উপলক্ষে বঙ্গভবনে অনুষ্ঠানে অংশ্রহণ করার আগে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন তাদের সঙ্গে কথা বলেন। তিনি গ্রাম পুলিশের সামনে এসে তাদের দাবি দেয়ার সব কাগজপত্র নেন। এসময় গ্রাম পুলিশের কয়েকজন সদস্য তাদের দাবি-দাওয়া তুলে ধরেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের উদ্দেশে বলেন, আমি আপনাদের বক্তব্য শুনলাম, আপনাদের লিখিত বক্তব্যগুলো নিয়ে গেলাম। রবিবার অফিসের প্রথম দিকেই আপনাদের বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা করবো। প্রয়োজনে আপনারাও আসতে পারেন। সংশ্লিষ্ট সচিবসহ সবাইকে নিয়ে বসে আমরা আলাপ-আলোচনা করে বিষয়টি খতিয়ে দেখবো। সম্ভব হলে সবটুকু বাস্তবায়ন করবো। আমি বলছি না, বসার পর দিনেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এতটুকু বলতে পারি, আপনাদের সমস্যাগুলো নিয়ে কাজ করবো। সর্বোচ্চ করার চেষ্টা করবো। আপনারা এখন রাস্তা ছেড়ে চলে যান। পরে স্বরাষ্ট্র উপদেষ্টার এমন আশ্বাসের ভিত্তিতে সড়ক ছেড়ে চলে যান গ্রাম পুলিশের সদস্যরা।
৪ দফা দাবি গ্রাম পুলিশের
১. অন্যান্য বাহিনীর ন্যায় বিশেষভাবে পুলিশ বাহিনীর সদস্যদের ন্যায় গ্রাম পুলিশ সদস্যদের জাতীয় বেতন স্কেল গ্রেড নির্ধারণ এবং পুলিশ এস আইয়ের ন্যায় দফাদারদের জাতীয় বেতন স্কেল গ্রেড নির্ধারণ করতে হবে।
২. পুলিশ সদস্যদের ন্যায় রেশন পেনশনসহ সব সুযোগ সুবিধা নির্ধারণ করতে হবে।
৩. স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গ্রাম পুলিশ সদস্যদের পরিচালনা করতে হবে।
৪. ২০০৮-২০১০ সালের প্রজ্ঞাপন ও ২০১১ সালের জাতীয় বেতন স্কেল গেজেট অনুযায়ী ২০০৮ সাল থেকে সমস্ত বকেয়া বেতন পরিশোধ করতে হবে।