×

জাতীয়

২৮ দিন পর আন্তঃনগর ট্রেন চলাচল শুরু, স্বস্তিতে যাত্রীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০৫:২২ পিএম

২৮ দিন পর আন্তঃনগর ট্রেন চলাচল শুরু, স্বস্তিতে যাত্রীরা

ছবি : সংগৃহীত

দীর্ঘ ২৮ দিন বন্ধ থাকার পর সারাদেশে আবার আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভোর থেকে সময়সূচি অনুযায়ী ট্রেনগুলো নির্দিষ্ট গন্তব্যে ছুটে যাচ্ছে। এর আগে গত ১৩ আগস্ট থেকে শুরু হয় মেইল/এক্সপ্রেস/লোকাল/কমিউটার ট্রেন চলাচল। তার আগের দিন সোমবার মালবাহী ট্রেন চলাচল শুরু হয়।

এদিকে ট্রেন চলাচল শুরু হওয়ায় রাজধানী কমলাপুর, চট্টগ্রাম, রাজশাহী, খুলনাসহ দেশের প্রায় সব কটি স্টেশনে যাত্রীদের ভিড় দেখা যায়। অনেকেই সহজে টিকেট পেয়ে ট্রেনে করে গন্তেব্যে যেতে পারায় খুশি ও স্বস্তি প্রকাশ করেছেন। এদিকে সকাল থেকে সুন্দরবন, রংপুর এক্সপ্রেস, সুবর্ণ এক্সপ্রেস, উপকূল, মহানগর প্রভাতীসহ প্রায় ৩৪টি ট্রেন ইতোমধ্যে কমলাপুর থেকে ছেড়ে গেছে বলে জানিয়েছেন কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার।

আরো পড়ুন : দেশের সব থানায় পুরোদমে কার্যক্রম শুরু

তিনি বলেন, বৃহস্পতিবার থেকে বিভিন্ন গন্তেব্যের ট্রেন চলাচল শুরু হয়েছে। ট্রেনগুলো সময় মত ছেড়ে গেছে। যাত্রীরাও খুব উৎসাহ ও স্বস্তিতে ট্রেন যাত্রা করেছেন। চাপ ছিল স্বাভাবিক। রেল লাইন, স্টেশনসহ প্রতিটি ট্রেনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান তিনি।

এর আগে গত ১১ আগস্ট বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন এক বিজ্ঞপ্তিতে জানান, ১২ আগস্ট থেকে মালবাহী ট্রেন, ১৩ আগস্ট থেকে মেইল/এক্সপ্রেস/লোকাল/কমিউটার ট্রেন এবং ১৫ আগস্ট থেকে আন্তঃনগর ট্রেন পর্যায়ক্রমে চলাচল করবে। আন্তঃনগর ট্রেনের টিকিট ১২ আগস্ট বিকেল ৫টা থেকে ক্রয় করা যাবে। তবে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।

কোটা সংস্কার ছাত্র আন্দোলন সংঘাতে রূপ নিলে ১৮ জুলাই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর স্বল্প দূরত্বে মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চালু করা হয়েছিল। চলেছিল কিছু মালবাহী ও জ্বালানি তেলবাহী ট্রেনও। কিন্তু ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দেশব্যাপী অসহযোগ আন্দোলনের ঘোষণা দিলে অনির্দিষ্টকালের জন্য রেল চলাচল বন্ধ করে দেয়া হয়। চার সপ্তাহ বন্ধ থাকার পর সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মব জাস্টিস কী, কেন ঘটে, বন্ধের উপায় কী?

মব জাস্টিস কী, কেন ঘটে, বন্ধের উপায় কী?

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা, গর্ভপাতে দাবি করেন ৭৫ লাখ টাকা

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা, গর্ভপাতে দাবি করেন ৭৫ লাখ টাকা

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সুফল ভোগ করবে জনগণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সুফল ভোগ করবে জনগণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে যা বললেন আইন উপদেষ্টা

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে যা বললেন আইন উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App