ধানমন্ডি ৩২ নম্বরে ফোন চেকিং নিয়ে যা বললেন সমন্বয়ক
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০৫:০৭ পিএম
ছবি: সংগৃহীত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে জড় হতে দেখা যায় আওয়ামী লীগ নেতাকর্মীদের। পাশাপাশি ধানমন্ডি ৩২ নম্বর সড়কের আশপাশের এলাকায় লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছেন অনেক লোকজন। এই এলাকায় কেউ এলেই তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তারা। কোথায় যাচ্ছেন, কেন এসেছেন, তা জানতে চাওয়া হচ্ছে। এমনকি পরিচয়পত্র ও মুঠোফোন দেখা হচ্ছে। ৩২ নম্বর সড়কে কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সুশীল সমাজের লোকজনের মাঝে প্রশ্ন উঠেছে। বিভিন্ন মহল নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে। এবার এ বিষয়ে মুখ খুললেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
আরো পড়ুন: দেশের সব থানায় পুরোদমে কার্যক্রম শুরু
ধানমন্ডি ৩২ নম্বরে পথচারীদের ফোন চেকিংয়ের ঘটনায় বিভিন্ন জনের তরফ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া আসার পর এটির নিন্দা জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে হাসনাত লিখেছেন, ছাত্রলীগ ফোন চেক করলেও প্রাইভেসি লঙ্ঘন, আপনারা আজকে যেটা করলেন সেটাও প্রাইভেসি লঙ্ঘন। প্রাইভেসি লঙ্ঘন যেই করবে তার বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে।