×

জাতীয়

পলক, টুকু ও সৈকতের রিমান্ড আবেদন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০৪:০৮ পিএম

পলক, টুকু ও সৈকতের রিমান্ড আবেদন

ছবি: সংগৃহীত

সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের রিমান্ড আবেদন করেছে পুলিশ। রাজধানীর পল্টনে রিকশাচালক হত্যায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে মামলার সুষ্ঠু তদন্তের জন্য এই তিনজনের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেন্টু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১৯ জুলাই পল্টনে এক রিকশাচালককে হত্যা করা হয়। এরপর ফাতেমা খাতুন নামে একজন নারী বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় শামসুল হক টুকু, জুনাইদ আহমেদ পলক ও তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করা হয়েছে।

আরো পড়ুন: বস্তায় বস্তায় ঘুষ বাণিজ্য: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে দুইজন নিহতের ঘটনায় নিউমার্কেট থানায় হওয়া মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রাক্তন মন্ত্রিপরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে চলে যান। ৬ আগস্ট দেশ ছেড়ে পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয় পলক ও সৈকতকে। যদিও সেসময় তাদেরকে আটক করা হয়েছে বলে খবর শোনা যায়।

আর ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক সংসদ সদস্য এনামুল হক গ্রেপ্তার

সাবেক সংসদ সদস্য এনামুল হক গ্রেপ্তার

'বাকের ভাই'-আসাদুজ্জামান নূর গ্রেপ্তার, নেয়া হতে পারে রিমান্ডে

'বাকের ভাই'-আসাদুজ্জামান নূর গ্রেপ্তার, নেয়া হতে পারে রিমান্ডে

দুবাইতে গাউছিয়া কমিটির মিলাদুন্নবী (সা.) উদযাপন

দুবাইতে গাউছিয়া কমিটির মিলাদুন্নবী (সা.) উদযাপন

ওয়ানডেতে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক

ওয়ানডেতে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App