পুলিশকে কাজে ফেরাতে সহযোগিতা করছে ছাত্র-জনতা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ১২:০১ পিএম
ছবি: সংগৃহীত
পুলিশ সদস্যদের ২৪ ঘণ্টার মধ্যে স্ব-স্ব কর্মস্থলে যোগদান করার আহ্বানের প্রেক্ষিতে পুলিশ সদস্যরা কর্মস্থলে যোগদানের জন্য রওয়ানা হন। পথে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র-ছাত্রী এবং আপামর জনসাধারণ তাদের সহযোগিতা করেন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকল পুলিশ সদস্য যাতে নিরাপদে কর্মস্থলে আসতে পারেন সেজন্য সর্বস্থর থেকেই সহযোগিতা করা হচ্ছে।
এর আগে পুলিশ সদস্যরা কর্মস্থলে আসার পথে বাধার সম্মুখীন হচ্ছেন বলে যেসব সংবাদ প্রচার করা হচ্ছে সেগুলোর সত্যতা পাওয়া যায়নি।
সুতরাং পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মধ্যে সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনার পতন ঘটে। এরপর সারাদেশে থানাসহ পুলিশের স্থাপনাগুলোতে একের পর এক হামলা শুরু হয়। অনেক থানায় ভাঙচুর ও লুটপাট করা হয়। থানাগুলো পরিণত হয় ধ্বংসস্তূপে। বাহিনীর অনেক সদস্য হতাহত হন, অন্যরা নিরাপদে সরে যেতে থাকেন। এতে পুলিশ সেবাবিহীন এক নজিরবিহীন অবস্থা তৈরি হয় বাংলাদেশে। এই পরিস্থিতির মধ্যে মঙ্গলবার রাতে নতুন আইজিপি হিসেবে ময়নুল ইসলামের নাম ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আরো পড়ুন: পুলিশের সমিতি-অ্যাসোসিয়েশন স্থগিত করাসহ আইজিপির ১২ নির্দেশনা
বুধবার সকালে আইজিপি হিসেবে দায়িত্বভার গ্রহণ করে পুলিশকে কাজে ফেরানোর উদ্যোগ নেন ময়নুল। বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে পুলিশ সদস্যদের স্ব স্ব ইউনিটে যোগ দেয়ার নির্দেশ দেন তিনি।