কবে দেশে ফিরবেন ড. ইউনুস, যা জানা গেলো
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ০১:১৮ পিএম
ড. মুহাম্মদ ইউনুস। ছবি: সংগৃহীত
শেখ হাসিনার সরকারের পতনের পর তিন দিন ধরে দেশে কার্যত কোনো সরকার নেই। ফলে ঢাকাসহ সারা দেশে একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি স্থিতিশীল করতে আন্দোলনকারী শিক্ষার্থী এবং রাজনৈতিক দলগুলোর নেতারা দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের তাগিদ দিয়ে আসছেন। এরই মধ্যে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে মঙ্গলবার রাতে।
চিকিৎসাজনিত কারণে ড. ইউনূস বর্তমানে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছেন। দায়িত্ব গ্রহণের জন্য তিনি বৃহস্পতিবার (৮ আগস্ট) ঢাকায় পৌঁছাতে পারেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।
এর আগে বুধবার তার দেশে ফেরার গুঞ্জন ছড়ায়। বৃহস্পতিবারের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ড. ইউনূস দায়িত্ব নিতে পারেন বলে জানা গেছে। তবে সরকারের অন্য উপদেষ্টারাও একই সঙ্গে দায়িত্ব নেবেন কিনা তা এখনো চূড়ান্ত হয়নি।
আরো পড়ুন: ডিএমপির নতুন কমিশনার মাইনুল হাসান
উল্লেখ্য, নতুন সরকারের শপথ গ্রহণের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম জানান, ড. ইউনূসের মাইনর একটি অস্ত্রোপচার হয়েছে। তিনি প্যারিস থেকে বৃহস্পতিবার বাংলাদেশর উদ্দেশ্যে রওনা হবেন। বৃহস্পতিবার সকালে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।