×

জাতীয়

আমি কোনো দুর্নীতি করিনি: মতিউরের স্ত্রী লাকী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ১০:১১ পিএম

আমি কোনো দুর্নীতি করিনি: মতিউরের স্ত্রী লাকী

ছবি: সংগৃহীত

'আমি রায়পুরা-নরসিংদীসহ বাংলাদেশে কোথাও কোনো দুর্নীতি করি নাই' উল্লেখ করে ছাগলকাণ্ডে বিতর্কিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী ও নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ লাকী বলেছেন, দুর্নীতি যদি করে থাকি, তাহলে আইন আছে। আমার বিচার আইনের মাধ্যমে হবে। আমি তা মাথা পেতে নেব।

শুক্রবার (১২ জুলাই) বিকেলে উপজেলার মির্জানগর ইউনিয়নের বাঙালিনগর মাঠে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

লাকী বলেন, আমি গণঅভ্যুত্থানের নেত্রীসহ ঢাকা ইউনিভার্সির ছাত্রী ছিলাম। আমি সরকারি চাকরি করেছি কিন্তু ইউনিভার্সিটির অন্যায় করিনি। আমি আমার পথে এগিয়েছি। রায়পুরায় হুট করে এসে রাজনীতি করি নাই। এটা আমার একটা নেশা। এর আগে মহিলা আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য পদে ছিলাম। আমি নরসিংদী জেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে চেয়েছিলাম। সেখানে দলীয় প্রতীক (নৌকা) না পাওয়ায় আমি নির্বাচন করিনি। সে সময় অনেকে অনেক কথা বলেছে কিন্তু আমি তখন লোভে পড়ি নাই। তার প্রেক্ষিতেই আমাকে জেলা আওয়ামী লীগে ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক করা হয়। 

তিনি আরো বলেন, আমি আওয়ামী লীগের পদে কোনো কিছুর বিনিময় বা কারো কাছে ভিক্ষা চেয়ে আসিনি। আপনারা পাশে থাকলে সামনের উপজেলা পরিষদ নির্বাচনে আবারো প্রার্থী হব। কোনো ষড়যন্ত্র ঠেকিয়ে রাখতে পারবে না। আমি আপনাদের সেবক হতে চাই, শোষক হতে চাই না। তাই আপনারা যদি আমাকে আবার সুযোগ দেন, আমি কথা দিচ্ছি সারাজীবন আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করে যাব। 

উল্লেখ্য, সম্প্রতি তার স্বামী জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর ছেলের ছাগলকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তারপর স্বামীর পাশাপাশি লাকীর বিপুল সম্পত্তি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এমতাবস্তায় স্বামী, সন্তানসহ তার দেশত্যাগে বাধাসহ সম্পত্তি ক্রোক ও ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেন আদালত।

টাইমলাইন: ছাগলকাণ্ডে বিপাকে মতিউর

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রকল্পের সব তথ্য ওপেন থাকবে: প্রধান উপদেষ্টা

প্রকল্পের সব তথ্য ওপেন থাকবে: প্রধান উপদেষ্টা

একনজরে বাংলাদেশ-ভারত সিরিজের পূর্ণাঙ্গ সূচি

একনজরে বাংলাদেশ-ভারত সিরিজের পূর্ণাঙ্গ সূচি

কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

পেজার তৈরির অভিযোগ প্রত্যাখ্যান তাইওয়ানি কোম্পানির

লেবাননে বিস্ফোরণ পেজার তৈরির অভিযোগ প্রত্যাখ্যান তাইওয়ানি কোম্পানির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App