×

জাতীয়

সংস্কৃতি প্রতিমন্ত্রী

নতুন প্রজন্মের কাছে দেশীয় ফলের পরিচয় তুলে ধরতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ০১:২৪ পিএম

নতুন প্রজন্মের কাছে দেশীয় ফলের পরিচয় তুলে ধরতে হবে

ছবি: ভোরের কাগজ

সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান বলেছেন, বাউল সঙ্গীত ও ফল উৎসব হলো আমাদের সংস্কৃতির অন্যতম অংশ। আমাদের ঐতিহ্য। এগুলো আজ হারিয়ে যাচ্ছে। বাউল সঙ্গীত পুনরুদ্ধার করতে হবে। আমাদের দেশীয় ফল নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতে বড় পরিসরে ফল উৎসবের আয়োজন করতে হবে। এক্ষেত্রে জাতীয় প্রেসক্লাব বিশেষ ভূমিকা রাখতে পারে। ফল উৎসব ও বাউল গানের আসরের অনুষ্ঠান আয়োজনের জন্য জাতীয় প্রেসক্লাবের প্রশংসা করেন তিনি।

শনিবার (১৩ জুলাই) জাতীয় প্রেসক্লাব আয়োজিত ফল উৎসব ও বাউল গানের আসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাব অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ও সঞ্চালনা করেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত। 

আরো পড়ুন: চীন সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন রবিবার

ছবি: ভোরের কাগজ

শুভেচ্ছা বক্তব্যে শ্যামল দত্ত বলেন, বাউল গান হলো আমাদের আত্ম পরিচয়। বাঙালির সংস্কৃতির ধারক। এই বাউল গান আমাদের ধরে রাখতে হবে। তিনি বলেন, ফল উৎসব জাতীয় প্রেসক্লাবের নিয়মিত আয়োজন। প্রতিবছর এই ফল মেলা ও বাউল গানের আয়োজন করা হয়। প্রেসক্লাবের সদস্যরা পরিবারসহ অংশ নেয়ায় আয়োজন সফল হয়। এজন্য সবাইকে তিনি ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য ডেইলী অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদসহ প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা এবং সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাউল সঙ্গীত পরিবেশন করেন শিল্প কলা একাডেমির শিল্পীরা। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

দফায় দফায় পিটিয়ে মেরে ফেলা হয় জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে

দফায় দফায় পিটিয়ে মেরে ফেলা হয় জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার

‘মব জাস্টিস’ নিয়ে নিজেদের অবস্থান জানালেন সমন্বয়ক নাহিদ, সারজিস ও হাসনাত

‘মব জাস্টিস’ নিয়ে নিজেদের অবস্থান জানালেন সমন্বয়ক নাহিদ, সারজিস ও হাসনাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত
নির্বাহী সম্পাদক: এ কে সরকার

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App