×

জাতীয়

আশুলিয়ায় ফার্নিচারের গুদামে বিস্ফোরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪, ১০:৫৪ পিএম

আশুলিয়ায় ফার্নিচারের গুদামে বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

রাজধানীর আশুলিয়ায় ফার্নিচারের গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৩ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে আশঙ্কাজনক ২ জনকে চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার কুরগাঁও আমতলা এলাকার শামসুদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- গুদাম কর্মচারী সুমন (৩০), ওই বাড়ির ভাড়াটিয়া সাজেদা বেগম (৫৫) ও এক ক্রেতা।

ফায়ার সার্ভিস জানায়, আবাসিক ওই বাড়িতে দোকানের গুদাম হিসেবে একটি কক্ষ ভাড়া দিয়েছিলেন বাড়ির মালিক। বিকেলে একজন ক্রেতা নিয়ে সেই গুদামের দরজা খুলে সুমন। দরজার পাশে ছিলেন ভাড়াটিয়া ওই নারী। এ সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটলে এতে ৩ জন দগ্ধ হন। পরে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে ও দগ্ধদের হাসপাতালে নিয়ে যান।

আরো পড়ুন: পহেলা বৈশাখে ঘুরতে গিয়ে গণধর্ষণের স্বীকার তরুণী, গ্রেপ্তার ৫

দগ্ধ সুমনের ভাই মো. সুজন জানান, আশুলিয়া কুরগাও পাঁচতলা বাসার নিচতলায় ফার্নিচারের গুদাম। সেখানকার কর্মচারী সুমন। বিকেলে এক ক্রেতাকে নিয়ে গুদামের দরজা খুলে ভিতরে ঢুকতেই সেখানে বিস্ফোরণ হয়। ঘটনার সময় সাজেদা বেগম গুদামের দরজার সামনে থাকায় তিনিও দগ্ধ হন।

দগ্ধ সাজেদা বেগমের মেয়ের জামাই আব্দুস সাত্তার জানান, তাদের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। ওই ভবনটির ৪র্থ তলায় পরিবার নিয়ে ভাড়া থাকেন তিনি।

এদিকে বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, সাজেদার শরীরের ৮০ শতাংশ ও সুমনের ৪৩ শতাংশ দগ্ধ হয়েছে। দুজনের অবস্থাই আশংকাজনক। ভর্তি রেখে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App