×

জাতীয়

সংসদ থেকে ওয়াকআউট লতিফ সিদ্দিকীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৪, ০৮:৫৮ পিএম

সংসদ থেকে ওয়াকআউট লতিফ সিদ্দিকীর

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় ১০ মিনিট সময় দেয়ায় সংসদ থেকে ওয়াকআউট করেছেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।

সোমবার (৪ মার্চ) রাতে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় লতিফ সিদ্দিকীকে ১০ মিনিট সময় দেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। এসময় দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করে এ কথা বলেন লতিফ সিদ্দিকী।

আরো পড়ুন: বিধি ভেঙে পয়েন্ট অব অর্ডার চাইলেন চুন্নু

তিনি বলেন, আমি একজন প্রবীণ পার্লামেন্টারিয়ান। রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনার জন্য আমাকে মাত্র ১০ মিনিট সময় দেয়া হয়েছে। তাই আগামী ১০ মিনিট সংসদের কার্যক্রম থেকে নিজেকে বিরত ঘোষণা করছি। এই কথা বলে তিনি সংসদ অধিবেশন কক্ষ ত্যাগ করেন। 

পরে বরিশাল-৪ আসনের এমপি পঙ্কজ দেবনাথ তার বক্তব্যে বলেন, লতিফ সিদ্দিকী সাহেবকে ১০ মিনিট সময় দেয়ায় তিনি রাগ করেছেন। তিনি সিনিয়র মানুষ, তাকে হয়ত ১৫ মিনিট দিলে তিনি বলতেন। তাকে ১৫ মিনিট সময় দেবার দাবি জানান পঙ্কজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App