×

জাতীয়

মোটর সাইকেলে ঘুরতে গিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৭ এএম

মোটর সাইকেলে ঘুরতে গিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান শেষে বন্ধুদের সাঙ্গে মোটরসাইকেলে ঘুরতে যাওয়াই কাল হলো এসএসসি পরীক্ষার্থী সাদেুকল ইসলামের (১৬)। দ্রুতগামী গাড়ির চাপায় মোটর সাইকেল আরোহী দুই জনের মধ্যে প্রাণ হারিয়েছে এসএসসি পরীক্ষার্থী সাদেকুল। আর আরেক বন্ধু সিয়াম (১৬) হাসপাতালে ভর্তি রয়েছে।

নিহত সাদেকুলের স্বজনেরা জানান, শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে সাদেকুলসহ তার কয়েক বন্ধু বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠান শেষে মোটর সাইকেলে চড়ে ঘুরতে যায়। এসময় শেরপুর-ধুনট সড়কের শালফা এলাকায় একটি দ্রুতগামী বাসের চাপায় গুরুতর আহত হয় দুইজন। এর মধ্যে সাদেকুলকে প্রথমে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়া হয়। তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেয়া হলে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

আরো পড়ুন: টমটম-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল নারীর

নিহত সাদেকুল ইসলাম শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া কলোনি গ্রামের আমজাদ হোসেনের ছেলে এবং শেরপুর শহরের শেরউড প্রা. স্কুল থেকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।

শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. নাদির হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। কিন্তু কাউকে পাইনি। পরে শুনতে পেরেছি একজন মারা গেছে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, মোটর সাইকেল চালাতে গিয়ে একজনের মৃত্যুর খবর শুনেছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App