×

জাতীয়

বাচ্চুর নির্বাচনী কার্যালয়ে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৩, ০৯:৩৮ পিএম

বাচ্চুর নির্বাচনী কার্যালয়ে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই

চট্টগ্রাম নগরীর লালখানবাজারে চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনের দলীয় প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলাকে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ বিএনপি-জামায়াতের পরিকল্পিত হামলা হিসেবে অভিযোগ করেছেন। নগর আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে ন্যাক্কারজনক এ হামলায় জড়িতদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা ও নির্বাচন কমিশনকে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

এ হামলার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ লালখানবাজারে অবস্থিত ওই নির্বাচনী কার্যালয়ে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, বিএনপির সন্ত্রাসী কর্মী বাহিনী পদযাত্রার নামে দলীয় প্রার্থী মহিউদ্দিন বাচ্চুকে হত্যা করার লক্ষ্যে এই পরিকল্পিত হামলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীরা যাতে ধৈর্য ধারণ করে ও ৩০ জুলাইয়ের নির্বাচনে জয়লাভের মাধ্যমে হামলার সমুচিত জবাব দেয়া হবে।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেল তিনটায় প্রধান নির্বাচনী কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের এক আনুষ্ঠানিক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। এতে যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, তাঁতী লীগ, কৃষক লীগ, মৎস্যজীবী লীগসহ সকল ভ্রাত্রিপ্রতিম সংগঠনের নেতা কর্মীদের উপস্থিত থাকার জন্য মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

নগর আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক্ব শফিকুল ইসলাম ফারুক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা সফর আলী, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী। এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, সম্পাদক মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দর ধর, মসিউর রহমান চৌধুরী, আহমেদুর রহমান সিদ্দিকী, হাজী মো. হোসেন, নির্বাহী সদস্য সৈয়দ আমিনুল হক, নজরুল ইসলাম বাহাদুর, সাইফুদ্দিন খালেদ বাহারসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: ১. চট্টগ্রামে আ.লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর ২. জনগণও ভোট চুরি করতে দেবে না

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App