×

জাতীয়

বাবুল চিশতির বিরুদ্ধে দুদকের যুক্তি উপস্থাপন পেছালো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২২, ০২:২৫ পিএম

বাবুল চিশতির বিরুদ্ধে দুদকের যুক্তি উপস্থাপন পেছালো

ছবি: সংগৃহীত

দুদকের দায়ের করা মানি লন্ডারিং আইনের মামলায় দি ফারমার্স ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি ওরফে বাবুল চিশতি, তার স্ত্রী ও ছেলেসহ চার জনের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন পেছানো হয়েছে।

রবিবার (১১ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালতে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য ছিল। তবে প্রস্তুতি না থাকায় সময় চেয়ে আবেদন করেন দুদক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২১ ডিসেম্বর পরবর্তী দিন ধার্য করেন। সংশ্লিষ্ট আদালতের পেশকার বেলাল হোসাইন এ তথ্য জানান।

মামলার অপর আসামিরা হলেন-বাবুল চিশতির স্ত্রী রোজী চিশতি, ছেলে রাশেদুল হক চিশতি ও ব্যাংকটির ফাস্ট প্রেসিডেন্ট (চাকুরীচ্যুত) মুহাম্মদ মাসুদুর রহমান খান।

জানা যায়, বাবুল চিশতি ব্যাংক কর্মকর্তাদের সহযোগিতায় নিজ নামে, তার স্ত্রী ও ছেলে-মেয়েদের নামে এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ফারমার্স ব্যাংক লি. এর বিভিন্ন শাখায় সর্বমোট ২৫ টি হিসাব খোলেন। পরবর্তীতে হিসাবগুলোর মাধ্যমে ব্যাংক ব্যবস্থাপকদের সহায়তায় অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ব্যাংকিং নিয়মের তোয়াক্কা না করে বিভিন্ন সময়ে গ্রাহকদের হিসাব থেকে পাঠানো ১৫৯ কোটি ৯৫ লাখ ৪৯ হাজার ৬৪২ টাকা স্থানান্তর, হস্তান্তর ও লেয়ারিং এর মাধ্যমে হিসাবগুলোতে গ্রহণ করে। নিজেদের নামে নামে কেনা ব্যাংকের শেয়ারে মূল্য পরিশোধের মাধ্যমে সন্দেহজনক লেনদেন করেন যা মানিলন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ।

এ ঘটনায় দুদকের উপপরিচালক সামছুল আলম ২০১৮ সালের ১০ এপ্রিল গুলশান থানায় মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করে একই ব্যক্তি ২০১৯ সালের ১০ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন। ওই বছরের ৩০ অক্টোবর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ২০ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App