×

জাতীয়

ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রাশিয়ার রকেট হামলা, প্রকৌশলী নিহত (ভিডিও)

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২২, ১১:৪৫ পিএম

ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রাশিয়ার রকেট হামলা, প্রকৌশলী নিহত (ভিডিও)

‘বাংলার সমৃদ্ধি’ জাহাজ

ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রাশিয়ার রকেট হামলা, প্রকৌশলী নিহত (ভিডিও)

বুধবার ইউক্রেনে রাশিয়ার রকেট হামলায় বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধিতে’ নিহত হন বাংলাদেশি প্রকৌশলী হাদিসুর রহমান। ছবি: সংগৃহীত

ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রাশিয়ার রকেট হামলা, প্রকৌশলী নিহত (ভিডিও)

জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার ছিলেন হাদিসুর রহমান

ইউক্রেনে রাশিয়ার রকেট হামলায় এক বাংলাদেশি প্রকৌশলী নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় বিকেল পাঁচটা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত নয়টা ১০) এ হামলা হয়। নিহত ওই বাংলাদেশি প্রকৌশলীর নাম হাদিসুর রহমান। তিনি বাংলাদেশের জাহাজ ‘বাংলার সমৃদ্ধিতে’ থার্ড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

ইউক্রেনে রাশিয়ার হামলায় বাংলাদেশিদের মধ্যে তিনিই প্রথম নিহত হলেন। নিহত হাদিসুরের বাড়ি বরগুনার বেতাগিতে।

[caption id="attachment_337999" align="aligncenter" width="700"] ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজ[/caption]

বুধবার ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর সুমন মাহমুদ সাব্বির। তিনি বলেন, জাহাজটিতে রকেট হামলা করেছে রাশিয়া। রকেটটি ব্রিজেই বিস্ফোরিত হয়। সেখানে কর্মরত থাকা অবস্থায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমডোর সুমন মাহমুদ আরও বলেন, জাহাজের বাকি ২৮ জন অক্ষত আছেন। আগুন নেভানো হয়েছে।

[caption id="attachment_338015" align="aligncenter" width="700"] বুধবার ইউক্রেনে রাশিয়ার রকেট হামলায় বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধিতে’ নিহত হন বাংলাদেশি প্রকৌশলী হাদিসুর রহমান। ছবি: সংগৃহীত[/caption]

জাহাজে খাবারসহ অন্যান্য রসদ ঠিকমতো আছে কিনা সে বিষয়ে জানতে চাইরে তিনি বলেন, জাহাজে খাবারসহ অন্যান্য রসদ পর্যাপ্ত রয়েছে এবং কোনো ঘাটতি নেই জানিয়ে তিনি বলেন, এখন জাহাজের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে।

জাতিসংঘের এক হিসাবে ইউক্রেনে ১৩ শিশুসহ ১৩৬ জন নিহত হয়েছেন। যদিও ইউক্রেনের সরকার নিহতের সংখ্যা আরও বেশি বলে দাবি করছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকেই ইউক্রেনের একের পর এক শহরে হামলা চালিয়ে যাচ্ছে। সর্বশেষ খেরসান শহরের নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানিয়েছে তারা।

পড়ুন : ইউক্রেনের বন্দরনগরী খেরসানের দখল করলো রাশিয়া

https://youtu.be/lVF_B6B1QZA

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App