×

আন্তর্জাতিক

ইউক্রেনের বন্দরনগরী খেরসানের দখল করলো রাশিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২২, ০৯:২৪ পিএম

ইউক্রেনের বন্দরনগরী খেরসানের দখল করলো রাশিয়া

ইউক্রেন সংকট

ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী খেরসানের দখল করেছে রাশিয়া। বুধবার দেশটির সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, খেরসানের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনারা।

খেরসান ক্রিমিয়ার পাশেই অবস্থিত এবং কৌশলগতভাবে এটি রাশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর আগে দেশটি ইউক্রেনের প্রধান শহর খারকিভ এবং আরেকটি বন্দরনগরী মারিউপুলের নিয়ন্ত্রণ নেয়।

বিবিসি জানায়, আজ বুধবার ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারিউপুলে দিনভর বোমাবর্ষণ হয়েছে। শহরটির ডেপুটি মেয়র সার্গিই অর্লোভ বলেছেন, মারিউপুলের পরিস্থিতি বেশ উদ্বেগজনক। আমরা এখন মানবিক বিপর্যয়ের কাছাকাছি অবস্থান করছি। রুশ সেনারা অস্ত্রের জোরে এখানে রয়েছে। তারা আমাদেরকে শেষ করে দিতে চায়।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে ভিক্টর ইয়ানুকোভিচের পদত্যাগের পর ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে নেন তিনি।

যুদ্ধাপরাধ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ইউক্রেনে হামলার মধ্য দিয়ে যুদ্ধাপরাধ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে রাশিয়ার হামলা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App