×

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৫০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৬ এএম

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৫০

ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজায় চালানো ইসরায়েলের সামরিক হামলায় অন্তত ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফলে এ অঞ্চলে নিহতের সংখ্যা ৪০ হাজার ৭০০ জন ছাড়িয়ে গেছে। চলমান সংঘর্ষে এ পর্যন্ত ৯৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

রবিবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়, সর্বশেষ ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অক্টোবর থেকে শুরু হওয়া সংঘর্ষে মোট মৃতের সংখ্যা ৪০ হাজার ৭৩৮ জনে পৌঁছেছে। এছাড়া আহতের সংখ্যা বেড়ে ৯৪ হাজার ১৫৪ জনে দাঁড়িয়েছে। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

প্রতিবেদনটিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় ৪৭ জন নিহত ও ৯৪ জন আহত হন। বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের ধারণা, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়িগুলোর ধ্বংসস্তূপের নিচে এখনো ১০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো সত্ত্বেও ইসরায়েল গাজা উপত্যকায় তার হামলা অব্যাহত রেখেছে।

গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে আসছে। ইসরায়েলি এ হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ইসরায়েলি হামলার ফলে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

জাতিসংঘের তথ্যানুযায়ী, ইসরায়েলি হামলার কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে রয়েছে গোটা গাজা, যেখানে খাদ্য নিরাপত্তাহীনতা তীব্র আকার ধারণ করেছে।

অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইতোমধ্যে ইসরায়েলকে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

এই চলমান সংঘর্ষের কারণে বিশ্বজুড়ে ব্যাপক নিন্দা ও গাজার মানুষের জন্য মানবিক সহায়তার জন্য তীব্র আহ্বান জানানো হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গণপিটুনিতে দুই মাসে নিহত ৩৩ জন

গণপিটুনিতে দুই মাসে নিহত ৩৩ জন

৪ জেল সুপার বাধ্যতামূলক অবসরে

৪ জেল সুপার বাধ্যতামূলক অবসরে

মনখারাপ দূর করবে কাজুবাদাম!

মনখারাপ দূর করবে কাজুবাদাম!

দিনের শুরুতেই স্বস্তি বাংলাদেশের

চেন্নাই টেস্ট দিনের শুরুতেই স্বস্তি বাংলাদেশের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত
নির্বাহী সম্পাদক: এ কে সরকার

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App