×
Icon ব্রেকিং
সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তার

আন্তর্জাতিক

হুথির হামলায় লোহিত সাগরে দুই জাহাজে আগুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০৩:৪৭ পিএম

হুথির হামলায় লোহিত সাগরে দুই জাহাজে আগুন

ছবি: সংগৃহীত

ইয়েমেন উপকূলের কাছে লোহিত সাগরে দেশটির হুথি বিদ্রোদের ছোড়া বিস্ফোরকে দুটি জাহাজে আগুন ধরে গেছে। 

জাতিসংঘ জানিয়েছে, সম্প্রতি ইয়েমেনে হুথি লক্ষ্যবস্তুতে মার্কিন জোটের বিমান হামলার প্রতিবাদে ওই হামলা হয়েছে বলে মনেকরা হচ্ছে। খবর আরব নিউজের।  

যুক্তরাজ্যের সমুদ্র পথে বাণিজ্য পরিচালনাকারী সংস্থা জানিয়েছে, বুধবার (২১ আগস্ট) সকালে ইয়েমেনের হুদাইদাহ বন্দর থেকে ৭৭ নটিক্যাল মাইল দূরে লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালায় হুথিরা।

প্রথমে জাহাজটির চারদিকে দস্যুদের দুটি স্পিডবোট চক্কর দিতে থাকে। এ সময় জাহাজটির নিরাপত্তারক্ষীরা দস্যুদের দিকে গুলি চালালে তারা জাহাজে দুটি বিস্ফোরক ছোড়ে মারে। এতে জাহাজটিতে আগুন ধরে যায় এবং এটির ইঞ্জিন অকেজো হয়ে পড়ে।

গ্রিসের জাহাজ চলাচল মন্ত্রণালয় জানায়, হামলার শিকার বাণিজ্যিক ডি/এক্স সুনিয়ন নামে গ্রিসের পতাকাবাহী জাহাজটি ইরাক থেকে সাইপ্রাস যাচ্ছিল। এতে ২৫ জন নাবিক ছিল, তারা সবাই নিরাপদে আছে বলে জানানো হয়েছে।  

আরো পড়ুন: ইসরায়েলকে রক্ষায় মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী

যুক্তরাজ্যের জাহাজ চলাচল সংস্থাটি জানায় বুধবার বিকালে এডেন সাগরে আরেকটি জাহাজে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহিরা।

এই হামলায়ও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এসব হামলার দায় এখনো স্বীকার করেনি হুথিরা।

সর্বশেষ গত ৭ আগস্ট হুথি মুখপাত্র ইয়াহিয়া সারিয়া জানিয়েছেন, সেদিন লোহিত সাগরে তাদের যোদ্ধরা একটি মার্কিন যুদ্ধজাহাজ ও আরেকটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে।

গাজায় ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে গত নভেম্বর থেকে ইসরায়েল ও তার মিত্র দেশগুলির জাহাজে একের পর এক হামলা চালিয়ে আসছে।

এ পর্যন্ত লোহিত ও এডেন সাগরে শতাধিক জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে স্বীকার করেছেন হুথিরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কিউবার জালে ব্রাজিলের ১০ গোল

কিউবার জালে ব্রাজিলের ১০ গোল

নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তার

সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তার

দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ৭১ শতাংশ মানুষ: বিআইজিডি জরিপের ফলাফল

দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ৭১ শতাংশ মানুষ: বিআইজিডি জরিপের ফলাফল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App