আর জি কর ধর্ষণকাণ্ডে দোষীদের কঠোর শাস্তি চান মোদি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০৪:০৯ পিএম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ কাণ্ডের পর হত্যার ঘটনায় দোষীদের কঠোর সাজা চেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে এই ঘটনাটিকে গুরুত্ব সহকারে নেয়ার জন্য পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে আহ্বান জানান তিনি।
১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লা ময়দানে দেয়া ভাষণেও একই দাবি করেন নরেন্দ্র মোদি।
তিনি বলেন, আমাদের মা-বোনদের লক্ষ্য করে যেভাবে প্রতিদিন নিষ্ঠুরতা বাড়ছে, তাতে জনগণ ক্ষুব্ধ হয়ে উঠছে। আমি তাদের এই ক্ষোভ প্রত্যাশা করতে পারি। আমাদের দেশের, সমাজের এবং সব রাজ্য সরকারের উচিত এই ইস্যুটিকে গুরুত্বসহকারে নেয়া। নারীদের বিরুদ্ধে সহিংসতা সংক্রান্ত যে কোনো অপরাধের তদন্ত দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে হবে এবং বিকৃত মস্তিষ্কের এসব অপরাধীদের কঠোরতম সাজা দিতে হবে। সমাজে বিশ্বাস সৃষ্টির জন্য এ ইস্যুতে আমাদের কঠোর হওয়া খুবই জরুরি।
উল্লেখ্য, ৯ আগস্ট ভোরে কলকাতার শ্যামবাজারে আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের বিশ্রামকক্ষ থেকে এক নারী চিকিৎসকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয়। পরে ময়নাতদন্তে জানা যায়, ওই চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তবে মরদেহ উদ্ধারের পর হাসপাতাল কর্তৃপক্ষ বলে ভিন্ন কথা। তারা জানায়, ওই চিকিৎসক আত্মহত্যা করেছেন।
কর্তৃপক্ষের এমন বক্তব্যের পর ফুঁসে ওঠে কলকাতা, পরে তার উত্তাপ ছড়িয়ে পড়ে পুরো পশ্চিমবঙ্গ রাজ্যে।
এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ইতোমধ্যে এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত নারী চিকিৎসকের ময়নাতদন্তের রিপোর্টে জানা গেছে, ওই তাকে ধর্ষণ করেছে একাধিক পুরুষ।
ধর্ষকদের শনাক্ত করে গ্রেপ্তার ও কঠোর সাজার দাবিতে বুধবার থেকেই কলকাতার সড়কে সারারাত অবস্থান কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। ওই কর্মসূচির মধ্যেই স্থানীয় সময় ভোরে আর জি কর হাসপাতালে ঘটে হামলার ঘটনা। ভাঙচুর করা হয় হাসপাতালের জরুরি বিভাগ।