বাংলাদেশ ইস্যুতে ভারতের সঙ্গে যুগপৎভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ১২:২৫ পিএম
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ মুখপাত্র বেদান্ত প্যাটেল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ইস্যুতে ভারতের সঙ্গে যুগপৎভাবে কাজ করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ মুখপাত্র বেদান্ত প্যাটেল বুধবার (১৪ আগস্ট) এ তথ্য জানান।
বুধবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকরা তাকে বাংলাদেশের সাম্প্রতিক ইস্যু নিয়ে প্রশ্ন করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই ইস্যুতে আমি এখন বিস্তারিত কিংবা ব্যক্তিগত কূটনৈতিক আলোচনায় যাব না। এই মূহুর্তে বিস্তারিত কিছু বলার সুযোগ নেই। আমরা চাই, বাংলাদেশে যাবতীয় সহিংসতার অবসান ঘটুক। জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত হোক।
বেদান্ত বলেন, আমরা ভারতীয় অংশীদারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। বাংলাদেশ ইস্যুতে আমাদের কথা হচ্ছে। এছাড়া ওই অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গেও আমরা কথা বলছি।
উল্লেখ্য, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে টিকতে না পেরে ৫ জুলাই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। বর্তমানে তিনি নয়াদিল্লিতে অবস্থান করছেন। শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পান।
ভারপ্রাপ্ত সরকারের প্রধান হওয়ার পরপরই ইউনূস একাধিকবার জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
আরো পড়ুন: অযোধ্যার রাম লালা ভাস্কর অরুণ যোগীরাজের ভিসা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র
ব্রিফিংয়ে মুহম্মদ ইউনূসের বক্তব্যকে স্বাগত জানিয়ে বেদান্ত বলেন, বাংলাদেশের বর্তমান সরকার নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় মনোযোগ দিয়েছে এবং আমরা একে স্বাগত জানাই।