ব্রেকিং |
নাইজেরিয়ায় স্কুলভবন ধসে ২২ শিক্ষার্থী নিহত
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ১০:৩৯ এএম
ভারী বৃষ্টির পরই স্কুল ধসের এ ঘটনা ঘটে।
স্কুলভবন ধসে নাইজেরিয়ার মধ্য প্লাটিউ রাজ্যের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের কমপক্ষে ২২ জন শিক্ষার্থী নিহত এবং ১৩০ জনের বেশি আহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকালে পাঠদানের সময় রাজ্যটির রাজধানী জসে সেইন্ট অ্যাকাডেমি নামের ওই স্কুলের ভবন ধসে পড়লে চাপা পড়ে ওই হতাহতের ঘটনা ঘচে। খবর বিবিসির।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উদ্ধারকর্মীরা। এক্সক্যাভেটর ও হাতুড়ি দিয়ে ধসে পড়া বড় বড় কংক্রিটের স্তুপ গুঁড়িয়ে দিয়ে চাপাপড়াদের উদ্ধারে হাত লাগান তারা।
স্থানীয় পুলিশ বলছে, দুর্ঘটনায় কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে এবং আহত অনেককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, স্কুলটিতে শিক্ষার্থীর সংখ্যা এক হাজারের বেশি।
আরো পড়ুন : এবার পদত্যাগ করলেন কেনিয়ার পুলিশ প্রধান
অ্যাবেল ফুয়ানদাই নামে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, স্কুলভবন ধসে তার বন্ধুর ছেলেও মারা গেছে, দুর্ঘটনাটি অত্যন্ত ‘ভয়াবহ’। তিনি জানান, উদ্ধারকর্মীরা এবং জরুরি সেবার কর্মীরা এক্সক্যাভেটর দিয়ে ধ্বংসস্তুপ সরিয়ে চাপা পড়াদের উদ্ধারে চেষ্টা করে যাচ্ছেন।
স্কুলভবনটি ধসে পড়ার কারণ জানা না গেলেও স্থানীয়রা বলছেন, প্লাটিউ রাজ্যে টানা তিন দিন ধরে ভারী বৃষ্টির পরই এ ঘটনা ঘটে।
উইলিয়া ইব্রাহ্রিম নামের আহত এক শিক্ষার্থী হাসপাতালে ঘটনার বর্ণনা দিয়ে বলেছে, ক্লাসে ঢুকেছি পাঁচ মিনিটও হয়নি, আমি একটি বিকট শব্দ শুনতে পাই। তারপর আমি নিজেকে এখানে (হাসপাতাল) আবিষ্কার করি। ক্লাসে আমরা অনেকেই ছিলাম, আমরা পরীক্ষা দিচ্ছিলাম।
এর আগে ২০২১ সালে লাগোসের অভিজাত এলাকার একটি নির্মাণাধীন বহুতল ভবন ধসে ৪৫ জনের মৃত্যু হয়েছিল।