×

আন্তর্জাতিক

যুদ্ধের জন্য প্রস্তুত নয় ইউরোপ: পোল্যান্ড প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৪, ০১:২৬ পিএম

যুদ্ধের জন্য প্রস্তুত নয় ইউরোপ: পোল্যান্ড প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেন, ইউরোপের দরজায় কড়া নাড়ছে যুদ্ধ । রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেইন হেরে গেলে ইউরোপের কোনও দেশই আর নিরাপদ থাকবে না। আর এ যুদ্ধের জন্য এখনো প্রস্তুত নয় ইউরোপ।

ইউরোপীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড টাস্ক এ কথা বলেন। 

তিনি বলেন, ‘আমি কাউকে ভয় দেখাতে চাই না, কিন্তু যুদ্ধ এখন আর অতীতের কোনও ধারণা নয়। যুদ্ধ এখন বাস্তব, আর তা শুরু হয়েছে দুই বছর আগে। 

ইউক্রেইনে রাশিয়া নতুন করে কয়েকদফা ক্ষেপণাস্ত্র হামলার পর পোল্যান্ডের প্রধানমন্ত্রী এই সতর্কবার্তা দিলেন।

আরো পড়ুন: জার্মানি নিজের নিরাপত্তার জন্য অস্ত্র দিচ্ছে ইউক্রেনকে

সম্প্রতি কয়েক সপ্তাহে ইউক্রেইনে বোমা হামলা জোরদার করেছে রাশিয়া। এসব হামলায় ইউক্রেইনে বহু ক্ষয়ক্ষতি হয়েছে।

ইউরোপীয় কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট এবং পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেন, রাশিয়ার রাজধানী মস্কোর কনসার্ট হলে হামলার ঘটনায় কোনও প্রমাণ ছাড়াই ইউক্রেইনকে দায়ী করছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ ঘটনাকে কেন্দ্র করে তিনি ইউক্রেইনের বেসামরিক লক্ষ্যবস্তুগুলোতে হামলা বাড়ানোর ন্যায্যতা প্রমাণ করতে চাইবেন সেটি স্পষ্ট।

এ সপ্তাহের শুরুর দিকে রাশিয়া ইউক্রেইনের রাজধানী কিইভে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলেও উল্লেখ করেন টাস্ক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App